কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন রণতরী ও ইসরায়েলি জাহাজে ইয়েমেনিদের হামলা

লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা। পুরোনো ছবি।
লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা। পুরোনো ছবি।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় অস্থিতিশীল লোহিত সাগর। গোষ্ঠীটির মোকাবেলায় নাজেহাল হয়ে পড়েছে মার্কিন জোটও। এবার মার্কিন রণতরী ও ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিরা জানিয়েছে, তারা লোহিত সাগরের প্রবেশমুখে এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। হামলার শিকার জাহাজটির নাম এমএসসি সিলভার। জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বিষয়টির নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, তারা আরব সাগর ও লোহিত সাগরে মার্কিন রণতরীতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের রিসোর্ট শহর ইলিয়াতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, মঙ্গলবার হামলার শিকার হওয়া জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। এটি সোমালিয়ার দিকে যাওয়ার সময়ে হামলার শিকার হয়েছে। প্রতিষ্ঠানটির অ্যাডভাইজারি নোটে বলা হয়েছে, হুতিরা এটিকে ইসরায়েলি জাহাজ হিসেবে চিহ্নিত করেছে। এটি নিয়মিতভাবে ইসরায়েলি বন্দরে যাতায়াত করত। অপারেটরটিকে জিআইএম-এর সহযোগিতায় তালিকাভুক্ত করা হয়েছিল।

জিআইএম হলো জিম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেডের সংক্ষিপ্ত রূপ। এটি ইসরায়েলভিত্তিক আন্তর্জাতিক শিপিং কোম্পানি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কর্মকর্তাদের দুটি সূত্রের বরাতে জানিয়েছে, ইয়েমেনের কাছাকাছি এলাকায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী তাদের এমকিউ-৯ রিপার সামরিক ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনার মুখোমুখি হয়েছে দেশটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও ড্রোন ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেন্টাগন ড্রোন ভূপাতিতের খবর নিশ্চিত করেছে। সোমবার ইয়েমেনের কাছাকাছি এলাকায় এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

গত ৭ অক্টেবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলার প্রতিবাদে ফিলিস্তিনের সমর্থন নিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠীটি। পরে এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম যুক্ত করে তারা। হুতিদের দাবি, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ হামলা অব্যাহত রাখবে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৩০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের এসব হামলার জবাবে ইয়েমেনে ইরানপন্থি এই গোষ্ঠীটির সামরিক স্থাপনায় একের পর এক পাল্টা হামলা করে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

কোন ভিসায় স্থগিতাদেশ, জানাল যুক্তরাষ্ট্র

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

১০

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

১২

যেসব আসন পেয়েছে এনসিপি 

১৩

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১৪

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১৫

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১৬

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১৮

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৯

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

২০
X