কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার লোহিত সাগরে গ্রিক জাহাজে হামলা

গ্রিক জাহাজ সি চ্যাম্পিয়ন। ছবি : সংগৃহীত
গ্রিক জাহাজ সি চ্যাম্পিয়ন। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটি এবার গ্রিক বাল্ক ক্যারিয়ারে হামলা চালিয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাহাজ পরিচালনা ও সামরিক সূত্র জানিয়েছে, গ্রিক পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার সি চ্যাম্পিয়নে হামলা হয়েছে। মঙ্গলবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে লোহিত সাগরে এডেন বন্দরে জাহাজটিতে হামলা কার হয়। যদিও জাহাজের এ হামলাকে হুতিদের ভুলক্রমে ছোড়া ক্ষেপণাস্ত্রের আক্রমণ বলে উল্লেখ করা হয়েছে।

ইউএস সেন্টকম জানিয়েছে, সি চ্যাম্পিয়নকে লক্ষ্য করে হুতিরা দুটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি মার্কিন মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার। এরমধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি বিস্ফোরিত হয়েছে। এতে করে জাহাজটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

গ্রিক শিপিং মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি আর্জেন্টিনা থেকে এডেনে ভুট্টা পরিবহন করেছিল। জাহাজটিতে দুবার হামলা করা হয়েছে। এতে করে জাহাজের জানালা ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্রু হতাহত হয়নি।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত পাঁচ বছরে জাহাজটি ইয়েমেনে ১১ বার মানবিক ত্রাণ সরবরাহ করেছে।

পরিচর গোপন রেখে এডেন বন্দরের একটি সূত্র জানিয়েছে, জাহাজটিতে হামলা ভুল ছিল। ইয়েমেনের আরেক বন্দর হুদেইদাহের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হুতিরা তাদের জানিয়েছে যে জাহাজে এ হামলাটি ইচ্ছাকৃত ছিল না।

বিষয়টি নিয়ে হুতিদের মন্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া এথেন্সভিত্তিক জাহাজ পরিচালনকারী প্রতিষ্ঠান ও গ্রিস মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার জেরে তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হুতিরা। লোহিত সাগর হয়ে ইসরায়েলগামী এবং দেশটির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এমন জাহাজগুলোয় তারা হামলা শুরু করে আসছে। পাল্টা জবাবে হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়ে আসছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন স্ট্রাইকিং ফোর্স। কিন্তু তাতেও হুতিদের হামলা পুরোপুরি বন্ধ হয়নি।

পশ্চিমা দেশগুলোর দাবি, লোহিত সাগরেকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমন, আবারও স্থিতিশিলতা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অবাধ নৌ-চলাচল নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। কারণ, বিশ্বের শিপিং কনটেইনার পরিবহনের ৩০ শতাংশসহ সব পণ্যের বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই রুটের মাধ্যমে হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ছায়ানট

গোপনে ইসরায়েলের সঙ্গে বড় অস্ত্র চুক্তি করেছে আমিরাত

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের ইমামতিতে হাদির গায়েবানা জানাজা

ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ও ষড়যন্ত্রের অংশ : রহমাতুল্লাহ

ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

লন্ডন থেকে দেশে ফিরেই হাদিকে দেখতে গেলেন জামায়াত আমির

ওসমান হাদি হত্যাকাণ্ডে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা

পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে বিজিবি : প্রধান উপদেষ্টা  

হাদির জানাজা আজ কখন কোথায়

১০

হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

১১

সিরিয়ার একাধিক গোষ্ঠী-ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

১২

টিভিতে আজকের যত খেলা

১৩

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

১৪

গাজায় এখনো মারাত্মক খাদ্য সংকটে রয়েছে মানুষ

১৫

দেশের স্থানীয় জনপ্রতিনিধিরাই সমাজের প্রকৃত সেবক : সেলিমুজ্জামান

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু

১৮

ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X