তুরস্কের আঙ্কারায় একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে রাজধানী আঙ্কারার উপকণ্ঠে রাষ্ট্রীয় মালিকানাধীন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে আশপাশের অনেক দোকানপাট ও বাড়িঘরের জানালাও ভেঙে যায়।
আঙ্কারা প্রদেশের গভর্নর ভাহাপ সাহিন বলেন, রাসায়নিক পরীক্ষার সময় কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন শ্রমিক মারা গেছেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও পাঁচ শ্রমিক চাপা পড়েছিলেন। তবে আমরা তাদের উদ্ধার করেছি।’ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে বিস্ফোরণের এ তথ্য নিশ্চিত করেছে।
তুর্কি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, কারখানার আহত শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়া বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সূত্র : আলজাজিরা, আরব নিউজ
মন্তব্য করুন