কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের গণহত্যা নিয়ে তদন্ত করা কর্মকর্তাকে হুমকি

হুমকি পাওয়া জাতিসংঘের কর্মকর্তা। ছবি : সংগৃহীত
হুমকি পাওয়া জাতিসংঘের কর্মকর্তা। ছবি : সংগৃহীত

ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে, তদন্ত শেষে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনে এমন প্রতিবেদন জমা দিয়েছেন সংস্থাটির বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানিজ। আর এই প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে তাকে। হুমকির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ এই কর্মকর্তা। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের র‌্যাপোটিয়ার ফ্রান্সিসকা আলবানিজ জানিয়েছেন, ইসরায়েলের চালানো গণহত্যা নিয়ে প্রতিবেদন দেওয়ার পর থেকেই তিনি হুমকি পাচ্ছেন। তবে, কাদের থেকে হুমকি পাচ্ছেন, তা প্রকাশ করেননি তিনি। জানান, যতই হুমকি দেওয়া হোক, নিজের অবস্থান থেকে সরে আসবেন না।

এর আগে, জাতিসংঘের মানবাধিকার কমিশনে ‘দ্য অ্যানাটমি অব আ জেনোসাইড’ নামের একটি প্রতিবেদন তুলে ধরেন অধিকৃত অঞ্চলগুলোতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেন, মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে প্রতিবেদন তৈরি করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা তার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ করা হয়েছে বলে তিনি দেখতে পেয়েছেন।

গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বন্ধে দেশটির ওপর নিষেধাজ্ঞাসহ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান আলবানিজ। বলেন, সদস্য দেশগুলোকে মানবাধিকার কমিশনের বাধ্যবাধকতা মেনে চলা উচিত। ইসরায়েলের ওপর অস্ত্র ও অন্য নিষেধাজ্ঞা জারির মাধ্যমে তা মেনে চলা সম্ভব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে ভবিষ্যতে না ঘটে, তাই এটাই প্রয়োজন। ফ্রান্সেসকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তবে, একে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন।

গেল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

কিছুদিন ধরেই গাজার রাফাহ সীমান্তে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে এতে আপত্তি আমেরিকার। এ নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফর করার কথা ছিল ইসরায়েলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের। তবে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের বিরত থাকার পর এ সফর বাতিল করেছেন নেতানিয়াহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X