কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নরকেও কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হবে না : ট্রুডো

পুরোনো ছবি
পুরোনো ছবি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়ার প্রস্তাবকে একদম নাকচ করে দিয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব আবারও দেন, যার পরিপ্রেক্ষিতে ট্রুডো তার দৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নরকেও নেই। খবর বিবিসি।

এটি ট্রাম্পের সেই দাবির পর, যেখানে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহার করার হুমকি দেন। কিন্তু ট্রুডো তার সামাজিকমাধ্যম ফেসবুকে লিখেছেন, আমরা দুই দেশের শ্রমিক ও সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় ব্যবসা ও নিরাপত্তা অংশীদার। আমাদের সম্পর্ক শক্তিশালী এবং এ ধরনের প্রস্তাব আমাদের একীভূত হওয়া সম্পর্কে কোনো ভাবেই প্রভাব ফেলবে না।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দল নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদ ও লিবারেল পার্টির নেতৃত্ব থেকে ইস্তফা দেবেন। ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রুডো।

এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, ট্রাম্পের দাবির বিরুদ্ধে মন্তব্য করে বলেছেন, কানাডা কখনো এই ধরনের দাবির সামনে পিছু হটবে না। ট্রাম্প আমাদের দেশের প্রকৃত চরিত্র বোঝেন না। আমাদের অর্থনীতি শক্তিশালী, আমাদের জনগণ শক্তিশালী এবং আমরা কোন হুমকির সামনে কখনোই নিজেদের অবস্থান পরিবর্তন করব না।

প্রসঙ্গত এই পরিস্থিতি নতুন নয়। গত বছরের ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর থেকেই তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য করার প্রস্তাব দিয়ে আসছেন। সেই সময়, ট্রুডো যখন ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, ট্রাম্প তাকে ‘কানাডা প্রদেশের গভর্নর’ বলে সম্বোধন করেছিলেন।

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো এসময় ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু ট্রাম্প তাকে হুমকি দিয়েছিলেন যে কানাডার উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এছাড়া, ট্রাম্পের অভিযোগ ছিল যে, কানাডার বড় বাণিজ্য ঘাটতি এবং তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় ভর্তুকি যুক্তরাষ্ট্রের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এর ফলে, ট্রাম্প এই সিদ্ধান্তের পরিবর্তন না হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

তবে ট্রুডো এবং কানাডার অন্যান্য রাজনৈতিক নেতারা স্পষ্টভাবে বলেছেন যে, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবেন এবং এই ধরনের প্রস্তাবগুলো কোনোভাবেই বাস্তবায়িত হবে না। তারা বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে শক্তিশালী সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে, তবে এটি একীভূত হওয়ার মাধ্যমে নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতি কানাডার সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে ট্রুডো সরকারের তরফে বারবার একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে, যাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক সমস্যা সমাধান করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X