কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

‘ধ্বংসাবশেষটি নিখোঁজ টাইটানের’

নিখোঁজ ডুবোযান। ছবি : সংগৃহীত
নিখোঁজ ডুবোযান। ছবি : সংগৃহীত

টাইটানিকের কাছে পাওয়া ধ্বংসাবশেষটি নিখোঁজ ডুবোজাহাজ টাইটানের বলে নতুন করে খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম বিবিসি বলছে, টাইটানে থাকা যাত্রীদের বন্ধু ডেভিড মেয়ার্ন্স তাদের এ খবর জানিয়েছেন।

মেয়ার্ন্স বিবিসিকে বলেন, ধ্বংসাবশেষের মধ্যে ডুবোজাহাজটির অবতরণের একটি ফ্রেম এবং পেছনের আবরণ রয়েছে। এক্সপ্লোরার্স ক্লাবের (উদ্ধারকারী দলের সঙ্গে যুক্ত) সভাপতি এ নতুন তথ্য দিয়েছেন বলে দাবি মেয়ার্ন্সের।

এর আগে অনুসন্ধান চলাকালে টাইটানিকের কাছে একটি ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানায় মার্কিন কোস্টগার্ড। এ নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলন করবে তারা।

এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, হরাইজন আর্কটিকের একটি যান টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে সমুদ্রের তলদেশে একটি ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। ধ্বংসাবশেষ পাওয়ার বিষয়টি বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবিসি নিউজের বিজ্ঞানবিষয়ক সংবাদদাতা জোনাথন অ্যামোস বলছেন, ‘এটি কিছু হতে পারে, বা কিছু নাও হতে পারে। তবে মার্কিন কোস্টগার্ড গত কয়েকদিন খুব বেশি কিছু বলেনি। তাই এ বিষয়ে তাদের এমন তথ্য তাৎপর্যপূর্ণ হতে পারে।’

জোনাথন আরও বলেন, ‘বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সময় অনেকেই উদ্বিগ্ন ছিলেন যে নিখোঁজ ডুবোযানটি হয়তো বিস্ফোরণের শিকার হয়েছে।’

এর আগে গত মঙ্গল ও বুধবার ডুবোযানটি থেকে দুবার আওয়াজ শোনার কথা জানায় মার্কিন কোস্টগার্ড। দুবারই কানাডার পি-থ্রি বিমান এ শব্দ শনাক্ত করে। পি-থ্রি মডেলের এ ওরিয়ন স্পটার বিমানটি যে কোনো ধরনের বস্তু শনাক্তের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এতে রয়েছে ইনফ্রারেড, দীর্ঘ পাল্লার ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা ও বিশেষ ইমেজিং রাডার।

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পর ডুবোযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় ডুবোযানে ৯৬ ঘণ্টার অক্সিজেন ছিল।

ডুবোযানে থাকা নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ? যা বলা হয়েছে হাদিসে

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানালেন ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

১০

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

১১

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

১২

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১৩

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১৪

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১৫

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৬

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৭

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৮

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৯

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

২০
X