শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৩:৫৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কীভাবে জানা যাবে টাইটানের ভাগ্যে কী ঘটেছিল

টাইটানের ধ্বংসাবশেষ খুঁজতে অনুসন্ধান চালানো হচ্ছে। চবি : সংগৃহীত
টাইটানের ধ্বংসাবশেষ খুঁজতে অনুসন্ধান চালানো হচ্ছে। চবি : সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ডুবোযান টাইটান বিস্ফোরণের শিকার হয় বলে জানায় মার্কিন কোস্টগার্ড। সাগর থেকেই উদ্ধার করা হয় এর ধ্বংসাবশেষ। এরপরই ডুবোযানটি উদ্ধারের প্রচেষ্টার চেয়ে বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের বিষয়টি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

এর আগে মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউগার বলছেন, যে ধ্বংসাবশেষগুলো পাওয়া গেছে, সেগুলো মারাত্মক বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিবিসি বলছে, বিস্ফোরণের বিষয়টি উঠে আসার কারণ হলো—ডুবোযানটির যে অংশগুলো পাওয়া গেছে, এর মধ্যে টাইটানের পেছনের অংশ এবং এর অবতরণের একটি ফ্রেম রয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, ডুবোযানটি আলাদা হয়ে গিয়েছিল।

ব্রিটেনের রয়্যাল নেভির সাবেক সাবমেরিন ক্যাপ্টেন রায়ান রামসে বলছেন, ‘কেন এটি ঘটেছে এবং এসব ঘটনা প্রতিরোধে কী করা যেতে পারে, এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ধ্বংসাবশেষের প্রতিটি টুকরো সংগ্রহ করবে কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘ডুবোযানের কোনো ব্ল্যাকবক্স নেই। তাই সেটির শেষ গতিবিধি জানা যাবে না। তবে তদন্তের প্রক্রিয়াটি বিমান দুর্ঘটনার পর অনুসন্ধানের মতোই।’

রায়ান রামসে বলেন, ‘একবার টুকরোগুলো পাওয়া গেলে কার্বন ফাইবার পরীক্ষা করা হবে। শেষ মুহূর্তে টাইটানের কী হয়েছিল, এ পরীক্ষা তা বুঝতে সাহায্য করবে। কার্বন ফাইবার ফিলামেন্ট পরীক্ষা করার জন্য প্রতিটি টুকরো মাইক্রোস্কোপে নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। এরপর কাঠামোগত কোনো সমস্যা ছিল কিনা, এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা।’

বিশেষজ্ঞরা বলছেন, যদি ত্রুটি থেকে থাকে, তবে প্রশ্ন হলো এটি সঠিক পরীক্ষার অভাবে হয়েছে কিনা।

১০০ বছরের বেশি সময় আগে ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় সেই সময়ের সর্ববৃহৎ জাহাজ টাইটানিক। জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে গত রোববার পর্যটকদের নিয়ে ডুব দিয়েছিল ডুবোযান টাইটান। এটি পরিচালনা করে পর্যটন সংস্থা ওশানগেট।

আটলান্টিকের গভীরে ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ ‘পোলার প্রিন্সের’ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে চলছিল টাইটানের উদ্ধার অভিযান।

চার দিনের শ্বাসরুদ্ধকর তল্লাশি শেষে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, ভয়ংকর অন্তর্মুখী বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে টাইটান। আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেছে টাইটানের ধ্বংসস্তূপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১০

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১১

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১২

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৫

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৭

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৮

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৯

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

২০
X