কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৩:৫৫ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কীভাবে জানা যাবে টাইটানের ভাগ্যে কী ঘটেছিল

টাইটানের ধ্বংসাবশেষ খুঁজতে অনুসন্ধান চালানো হচ্ছে। চবি : সংগৃহীত
টাইটানের ধ্বংসাবশেষ খুঁজতে অনুসন্ধান চালানো হচ্ছে। চবি : সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ডুবোযান টাইটান বিস্ফোরণের শিকার হয় বলে জানায় মার্কিন কোস্টগার্ড। সাগর থেকেই উদ্ধার করা হয় এর ধ্বংসাবশেষ। এরপরই ডুবোযানটি উদ্ধারের প্রচেষ্টার চেয়ে বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের বিষয়টি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

এর আগে মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউগার বলছেন, যে ধ্বংসাবশেষগুলো পাওয়া গেছে, সেগুলো মারাত্মক বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিবিসি বলছে, বিস্ফোরণের বিষয়টি উঠে আসার কারণ হলো—ডুবোযানটির যে অংশগুলো পাওয়া গেছে, এর মধ্যে টাইটানের পেছনের অংশ এবং এর অবতরণের একটি ফ্রেম রয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, ডুবোযানটি আলাদা হয়ে গিয়েছিল।

ব্রিটেনের রয়্যাল নেভির সাবেক সাবমেরিন ক্যাপ্টেন রায়ান রামসে বলছেন, ‘কেন এটি ঘটেছে এবং এসব ঘটনা প্রতিরোধে কী করা যেতে পারে, এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ধ্বংসাবশেষের প্রতিটি টুকরো সংগ্রহ করবে কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘ডুবোযানের কোনো ব্ল্যাকবক্স নেই। তাই সেটির শেষ গতিবিধি জানা যাবে না। তবে তদন্তের প্রক্রিয়াটি বিমান দুর্ঘটনার পর অনুসন্ধানের মতোই।’

রায়ান রামসে বলেন, ‘একবার টুকরোগুলো পাওয়া গেলে কার্বন ফাইবার পরীক্ষা করা হবে। শেষ মুহূর্তে টাইটানের কী হয়েছিল, এ পরীক্ষা তা বুঝতে সাহায্য করবে। কার্বন ফাইবার ফিলামেন্ট পরীক্ষা করার জন্য প্রতিটি টুকরো মাইক্রোস্কোপে নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। এরপর কাঠামোগত কোনো সমস্যা ছিল কিনা, এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা।’

বিশেষজ্ঞরা বলছেন, যদি ত্রুটি থেকে থাকে, তবে প্রশ্ন হলো এটি সঠিক পরীক্ষার অভাবে হয়েছে কিনা।

১০০ বছরের বেশি সময় আগে ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় সেই সময়ের সর্ববৃহৎ জাহাজ টাইটানিক। জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে গত রোববার পর্যটকদের নিয়ে ডুব দিয়েছিল ডুবোযান টাইটান। এটি পরিচালনা করে পর্যটন সংস্থা ওশানগেট।

আটলান্টিকের গভীরে ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ ‘পোলার প্রিন্সের’ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে চলছিল টাইটানের উদ্ধার অভিযান।

চার দিনের শ্বাসরুদ্ধকর তল্লাশি শেষে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, ভয়ংকর অন্তর্মুখী বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে টাইটান। আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেছে টাইটানের ধ্বংসস্তূপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১০

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১১

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১২

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১৩

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১৪

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৫

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৬

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৭

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৯

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

২০
X