কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তিমির পেট থেকে বেঁচে ফেরা সেই যুবকের সাক্ষাৎকার

মুখে পুরে নেওয়ার কয়েক সেকেন্ড পর অ্যাড্রিয়ানকে উগরে দেয় তিমিটি। ছবি : সংগৃহীত
মুখে পুরে নেওয়ার কয়েক সেকেন্ড পর অ্যাড্রিয়ানকে উগরে দেয় তিমিটি। ছবি : সংগৃহীত

মানুষসহ আস্ত একটি নৌকা গিলে ফেলল এক তিমি। কিছু বুঝে ওঠার আগেই বিশাল আকৃতির প্রাণীটির মুখের ভেতরে যেতে হয় নৌকাটির আরোহীকেও। অবশ্য কয়েক সেকেন্ড পরেই তাকে পেটের ভেতর থেকে উগরে দেয় এই জলদানব। বাবার সঙ্গে কায়াকিং করতে গিয়ে ভয়াবহ এ ঘটনার সম্মুখীন হয়েছেন চিলির ২৪ বছর বয়সী যুবক অ্যাড্রিয়ান সিমান কাস।

ভয়াবহ এই ঘটনার পুরোটাই ক্যামেরা বন্দি করেছেন তার বাবা। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। সেখানে দেখা গেছে নৌকাসহ অ্যাড্রিয়ানকে বিশাল মুখের মধ্যে ভরে পানির নিচে চলে গেছে একটি তিমি। কয়েক সেকেন্ড পরেই আবার অ্যাড্রিয়ান ভেসে উঠছে পানির উপর।

জানা যায়, চিলির পেটাগোনিয়া উপকূলের ম্যাগেলান প্রণালিতে কায়াকিং করছিলেন বাবা-ছেলে। কিন্তু তাদের এই অ্যাডভেঞ্চার যে রীতিমতো পরিণত হবে দুঃস্বপ্নে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। বাবা ডেলসিমান কাসের চেয়ে খানিকটা দূরেই অবস্থান করছিল ছেলে অ্যাড্রিয়ান। দূর থেকে সন্তানের ভিডিও ধারণ করছিলেন তিনি। আচমকায় ভেসে ওঠে হামপ্যাক প্রজাতির বিশাল আকৃতির এই তিমি। মুহূর্তেই নৌকাসহ এড্রিয়ানকে পুড়ে নেয় মুখের ভেতর। কিন্তু এর মাত্র কয়েক সেকেন্ড পরই তাকে পেট থেকে উগড়ে দেয় তিমিটি। নিজের মুখে ভয়ংকর সে অভিজ্ঞতার বর্ণনা দিল তিমির পেট থেকে বেঁচে আসা ওই আরোহী।

তিমির পেট থেকে বেঁচে ফেরা ওই তরুণ বলেন, ‘আমি ভেবেছিলাম এটা আমাকে খেয়েই ফেলেছে। মনে হচ্ছিল- মারা যাচ্ছি। অবশ্যই অনেক ভয় পেয়েছি। কারণ, কিছুই করার ছিল না। যখন তিমির মুখ থেকে বের হলাম, তখনও ভয় কাটছিল না। মনে হচ্ছিল বাবারও কিছু হয়েছে। তখন শুধু মনে পড়ছিল- দ্রুত তীরে পৌঁছাতে না পারলে হাইপোথারমিয়া হয়ে মারা যাব।’

অ্যাড্রিয়ানের বাবা ডেলসিমান কাস বলেন, ‘যখন পেছনে ঘুরলাম- ছেলেকে দেখতে পেলাম না। নৌকাও দেখতে পাচ্ছিলাম না। তাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর তাকে ভেসে উঠতে দেখলাম। আর সেই সাথে একটা তিমিকেও দেখলাম।

কিন্তু একটি প্রশ্ন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে- মুখের ভেতরে খাবার পেয়েও তিমিটি কেন তাকে উগরে দিল? তথ্য বলছে, সাধারণত লাং ফিডিং করার সময় মুখ হা করে পানির সঙ্গে প্রচুর পরিমাণে মাছ ক্রাশ করে থাকে তিমি। তাই ভুলবশতঃ নৌকাসহ ওই আরোহীকে গিলে ফেলার পর বুঝতে পেরে তাকে ছেড়ে দেয় প্রাণীটি।

কারণ আরও আছে। ঘাড়ের গঠন আর সরু খাদ্যনালির কারণে মানুষের মতো বড় কোনো প্রাণী গিলতে পারে না স্তন্যপায়ী প্রাণি তিমি। প্রকৃতিতে অবশ্য এ ধরনের ঘটনা বিরল নয়। এর আগেও ২০২১ সালে একইভাবে দক্ষিণ আফ্রিকার এক ডুবুরিকে গিলে ফেলে এক তিমি। তাকেও কয়েক সেকেন্ড মুখের ভেতর রেখে ছেড়ে দেয় আরেক জলদানব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১০

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১১

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১২

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৩

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৪

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

১৫

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

১৬

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কয়ার দুর্গা উৎসব

১৭

অবশেষে মুখ খুললেন আরিয়ান খান

১৮

৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে কী বলছে মাউশি

১৯

গণভবন কখনোই প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না : উপ প্রেস সচিব

২০
X