কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল পাকিস্তান

মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে পাকিস্তান। ছবি : সংগৃহীত
মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে পাকিস্তান। ছবি : সংগৃহীত

পাকিস্তান তার দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন সমালোচনাকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে।

শনিবার (২১ ডিসেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সরবরাহের মাধ্যমে উত্থাপিত কথিত হুমকি সম্পর্কে মার্কিন মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, ভারত থেকে আসা ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে এই কর্মসূচি অপরিহার্য ছিল। খবর ডন।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন অভিযোগকে অযৌক্তিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটবিহীন বলে অভিহিত করেছে এবং দেশের বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ কৌশলের অধীনে ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এর আগে, মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফাইনার ‘কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’-এ দেওয়া এক বক্তৃতায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেন যে, দেশটি দক্ষিণ এশিয়ার বাইরে মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে। তিনি বলেন, পাকিস্তানের এই কর্মসূচি আমাদের জন্য একটি বড় হুমকি।

পাকিস্তানের প্রতিক্রিয়ায়, মুমতাজ জাহরা বালোচ জানান, মার্কিন অভিযোগগুলো ভিত্তিহীন ও যুক্তিহীন। তিনি বলেন, পাকিস্তানের কৌশলগত কর্মসূচি শুধু দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে।

তিনি আরও বলেন, পাকিস্তানের কৌশলগত সক্ষমতা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রণীত এবং এর ওপর কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘমেয়াদি সম্পর্কের কথাও উল্লেখ করেন এবং বলেন, ১৯৫৪ সাল থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ছিল। তবে, সাম্প্রতিক মার্কিন অভিযোগগুলো এ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।

পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে যে, ভারতের স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

১০

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

১১

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

১২

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

১৩

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১৫

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১৬

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

১৭

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

১৮

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

১৯

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের

২০
X