গোলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পর এবার সাইবার আক্রমণ করেছে পাকিস্তানি বাহিনী। শনিবার (১০ মে) পাকিস্তানের সেনাবাহিনী এ দাবি করেছে। খবর জিওটিভি নিউজের।
পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, সাইবার আক্রমণের ফলে ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্থ হয়েছে। যার মধ্যে রয়েছে তাদের সামরিক উপগ্রহও।
দাবি অনুযায়ী, নেভিগেশন এবং যোগাযোগ উপগ্রহসহ ভারতীয় সামরিক উপগ্রহগুলো ‘সফলভাবে জ্যাম’ করেছে পাকিস্তানি সাইবার যোদ্ধারা।
সাইবার আক্রমণটি ভারতীয় সরকারের ইমেল সার্ভার এবং পোর্টালগুলোকেও ক্ষতিগ্রস্থ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত সরকারের কৌশলগত বিভিন্ন সার্ভার লক্ষ্য করে হামলা চলছে।
ভারত সরকার এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। তবে ঘাঁটিটিতে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন