সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় রাফালের নারী পাইলট পাকিস্তানের হাতে আটক?

ভারতের একমাত্র মহিলা রাফায়েল যুদ্ধবিমান পাইলট শিবাঙ্গী সিং। পুরোনো ছবি
ভারতের একমাত্র মহিলা রাফায়েল যুদ্ধবিমান পাইলট শিবাঙ্গী সিং। পুরোনো ছবি

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত। হামলার জবাবে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এ হামলা-পাল্টা হামলার পর পাকিস্তানে ভারতের কোনো পাইলট আটক রয়েছেন কিনা তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছিল। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশটি।

সোমবার (১২ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আজ নিশ্চিত করেছেন, আমাদের হাতে কোনো ভারতীয় পাইলট বন্দি নেই। তিনি বলেছেন, সাম্প্রতিক ভারতের বিরুদ্ধে চালানো পাল্টা হামলার পর সামাজিক মাধ্যমে ছড়ানো ‘ভারতীয় মহিলা পাইলট শিবাংগী সিঙ্গ দ্বারাভ’-এর বাজে গল্প সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা মিথ্যা তথ্যের প্রচার।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও ও পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় ভারতীয় এক নারী পাইলটকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে আইএসপিআর প্রধান সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা খবর এবং প্রপাগান্ডা।

ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও ওই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। সরকারি মুখপাত্ররা অনুরোধ করেছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো খবর ও ভুয়া রিপোর্ট বিশ্বাস না করে নির্ভরযোগ্য সূত্রে খোঁজ নিন।

এক প্রশ্নের জবাবে আইএসপিআর ডিজি জানান, যদিও দুই দেশের সমঝোতায় আগ্রাসনবিরতি কার্যকর রয়েছে, পাকিস্তানী সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক এবং কোনো ধরনের অগ্রহণের মুখে পাল্টা দিতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, আমরা মাঠে বারবার আমাদের সক্ষমতা প্রমাণ করেছি।

উল্লেখ্য, গত ৭ মে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারত পাকিস্তানের ৬টি এলাকায় ২৪টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালায়। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই-তিন বছর বয়সী একটি শিশু মেয়ে, সাতজন নারী ও চারজন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন ৯ নারী ও ২৮ পুরুষ।

এরপর পাকিস্তান দাবি করে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

দুই ঘণ্টার হাটে বিক্রি হয় কোটি টাকার পান

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

১০

সংসদীয় সীমানা নিয়ে ৮৩ আসন থেকে ১৭৬০ আপত্তির আবেদন

১১

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

১২

খালেদা জিয়ার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

আ.লীগ নেতা লিটনের ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে 

১৪

ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

১৫

৩ দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলনের মানববন্ধন

১৬

রিকশা চালালেও হৃদয়ে শিল্প লালন করেন জাহাঙ্গীর

১৭

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন জোরদার করার তাগিদ

১৮

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই জব্দ, ৫৫ জনের নামে মামলা

১৯

ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা

২০
X