কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রণক্ষেত্র পাকিস্তান, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন

বিক্ষোভের সময় দেওয়া আগুনের ধোঁয়া। ছবি : সংগৃহীত
বিক্ষোভের সময় দেওয়া আগুনের ধোঁয়া। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা।

মঙ্গলবার ( ২০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুর নওশেরো ফিরোজ জেলার মোরো তালুকার জাতীয় মহাসড়কে মঙ্গলবার পুলিশ এবং জাতীয়তাবাদী কর্মীদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার একটি জাতীয়তাবাদী সংগঠনের ডাকে সিন্ধু খাল, করপোরেট কৃষি এবং অন্যান্য ইস্যু নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এ সময় ক্ষুব্ধ জনতা সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের মোরো শহরের বাসভবন পুড়িয়ে দেয়। এ ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ছিলেন। বিক্ষোভকারীরা ঘরবাড়ি, আসবাবপত্র, এমনকি ছাদ থেকে স্প্লিট এয়ার কন্ডিশনারের বাইরের অংশ ফেলে দেয়। মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সশস্ত্র রক্ষীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আকাশে গুলি চালাচ্ছে। লাঞ্জারের বাড়ি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল।

মোরো শহরে সহিংসতা ছড়িয়ে পড়ায় শহরটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা জাতীয় মহাসড়কে অন্তত তিনটি কার্গো ট্রেলার পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কর্তৃপক্ষকে অন্যান্য জেলা থেকে পুলিশ ডাকতে হয়।

একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি ইউরিয়া বস্তাবোঝাই একটি ট্রাকের উপরে উঠে তা লুট করছে। কেউ বস্তা ট্রাক থেকে ফেলছে, আবার কেউ মোটরবাইকে করে তা নিয়ে যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে এমন একজন পুলিশ সদস্য সরকারি হাসপাতালে প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু তাকে জোর করে বের করে দেওয়া হয়। কিছু লোক লাঠি হাতে একটি পেট্রল পাম্পের ম্যানেজারের কক্ষে প্রবেশ করে নগদ টাকা লুট করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশের উপর লাঠি দিয়ে আঘাত করছে এবং গালিগালাজ করছে, যখন পুলিশ আকাশে গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। রক্তমাখা কাপড় পরা একজন ব্যক্তি অভিযোগ করেন, লাঞ্জারের ব্যক্তিগত রক্ষীরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নওয়াবশাহ এবং সুক্কুর থেকে আতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহারসহ ৪ দাবি রাবি ছাত্রী সংস্থার

লেবুর হালি ৪ টাকা হলেও মিলছে না ক্রেতা

টিসিবির কার্ডধারীদের জন্য দুঃসংবাদ

নতুন কর্মসূচি দিল ছাত্রদল

হাতকড়া পরেই পালাল আটক দুই যুবক

জাতীয় নির্বাচনের আগে ছাত্রসংসদ নির্বাচনের দাবি বাগছাসের 

ঘনিষ্ঠ দৃশ্যে সুস্মিতাকে আপত্তিকর স্পর্শ, অতঃপর

দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

চামড়া নিয়ে অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে চসিক

নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান পররাষ্ট্র সচিব : উপদেষ্টা

১০

পাকিস্তানে স্কুল বাসে হামলা, যা বলছে ভারত

১১

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

১২

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রুশ চলচ্চিত্র ও আলোচনা

১৩

রানা হত্যায় পুনঃবিচারে ৪ আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

১৪

বিনিয়োগকারীদের সঙ্গে ড. আনিসুজ্জামানের বৈঠক ২৯ মে

১৫

মেম্বার থেকে জোর করে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা

১৬

ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

১৭

বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু ‎

১৮

ঈদের আগে বিএনপিপন্থি সব ভিসি-প্রক্টরের পদত্যাগ চাইলেন বাকের  

১৯

বগুড়ায় বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন হাইকোর্টে স্থগিত

২০
X