পাকিস্তান সীমান্তে ফের চালু হচ্ছে ভারতের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ অনুষ্ঠান ‘বিটিং রিট্রিট’। সাময়িক সংঘাতের জেরে ১২ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা থেকে পাঞ্জাব সীমান্তের তিনটি চেকপোস্টে শুরু হচ্ছে এই প্রতীকী সামরিক প্রদর্শনী।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে, অমৃতসর জেলার আটারি-ওয়াঘা, ফিরোজপুর জেলার হুসাইনিওয়ালা এবং ফাজিলকা জেলার সাদকি চেকপোস্টে প্রতিদিন সন্ধ্যায় এই অনুষ্ঠান হবে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র রূপ নেয়। এরই ধারাবাহিকতায় গত ৭ মে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে বিমান হামলা চালায় ভারত।
পরদিন ৮ মে থেকে সীমান্তে বিটিং রিট্রিট বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে বন্ধ হয়ে যায় বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের করমর্দনের ঐতিহ্যবাহী প্রটোকল।
চারদিনের পাল্টাপাল্টি হামলার পর গত ১০ মে দুই দেশের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি। জি নিউজের খবরে বলা হয়েছে, সীমান্ত পরিস্থিতি বর্তমানে অনেকটাই শান্ত। এরই প্রেক্ষিতে মঙ্গলবার থেকে সীমান্তে ফের শুরু হচ্ছে বিটিং রিট্রিট অনুষ্ঠান।
তবে এই আয়োজন থাকবে সীমিত পরিসরে। শুধু ভারতের অংশেই হবে অনুষ্ঠান। সীমান্ত গেট খোলা হবে না এবং পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে কোনো ধরনের করমর্দন বা মুখোমুখি বিনিময়ও হবে না বলে জানিয়েছে বিএসএফ। কুচকাওয়াজ চললেও দুই পক্ষের ঐক্যপ্রদর্শনের প্রতীকী অংশগুলো আপাতত স্থগিত থাকবে।
বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অতুল ফুলজেল জানান, অনুষ্ঠান ফিরে এলেও ঐতিহ্যবাহী প্রোটোকলের কিছু অংশ স্থগিত থাকবে। গেট খোলা হবে না, করমর্দনও হবে না।
মঙ্গলবার থেকে সংবাদমাধ্যমকে সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়া হলেও সাধারণ দর্শনার্থীদের জন্য অনুষ্ঠান উন্মুক্ত হবে বুধবার (২১ মে) থেকে।
দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েন থাকলেও বিটিং রিট্রিট অনুষ্ঠানের পুনরায় শুরু ভারতীয় পক্ষের কূটনৈতিক বার্তার অংশ বলেই বিশ্লেষকরা মনে করছেন। তবে এখনই পূর্ণমাত্রার স্বাভাবিকতা ফিরছে না-তা স্পষ্ট করে দিয়েছে সীমান্তে হাত মেলানোর নিষেধাজ্ঞা।
মন্তব্য করুন