পাকিস্তানে নির্বাচনের ফলাফল প্রকাশের পর কর্মসূচি দিয়েছে ইমরান খানের দল পিটিআই। দলটি আগামীকাল বিক্ষোভের ডাক দিয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগযোগমাধ্যম এক্সের এক পোস্টে পিটিআই নেতা গওহর আলি খান দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যেসব আসনে ফলাফল আটকানো বা ফল ঘোষণায় দেরি হয়েছে সেসব আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভের ডাক দেন তিনি।
عمران خان کی ہدایت پر جن علاقوں میں ہمیں ہرایا جارہا ہے وہاں کل آر او کے دفتر کے سامنے احتجاج کریں گے، احتجاج پُرامن ہوگا، آپ کے پاس پاکستان کا جھنڈا ہونا چاہیے،بیرسٹر گوہر خان کا اعلان۔۔۔#عوامی_رائے_کا_احترام_کروpic.twitter.com/N4zLJPd2S9
— Tehreek-e-Insaf (@InsafPK) February 10, 2024তিনি বলেন, ইমরান খানের নির্দেশনা অনুসারে, যেসব এলাকায় আমাদের ফলাফল ঘোষণায় দেরি করা হয়েছে অথবা আটকে রাখা হয়েছে সেগুলোর তালিকা আমরা প্রদান করব। এ ছাড়া যেসব আসনে আমাদের সংখ্যাগরিষ্ঠতাকে ইচ্ছাকৃতভাবে পরাজিত করা হয়েছে সেগুলোও।
তিনি আরও বলেন, যেসব এলাকায় এখনও ফলাফল প্রকাশ করা হয়নি আমরা আগামীকাল সেসব এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করব।
পিটিআইয়ের এ নেতা বলেন, কালকের এ বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। আমি দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আইন মেনে এ বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এটি আমাদের সাংবিধানিক অধিকার।
এর আগে নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি করেন গওহর খান। তিনি বলেন, পিটিআই ন্যাশনাল অ্যাসেম্বিলিতে ২৬৫ আসনের মধ্যে ১৭০ আসনে জয়ী হয়েছে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা এখন দৃঢ়ভাবে জানাচ্ছি, পিটিআই ১৭০ আসনে জয় পেয়েছে।
তিনি বলেন, ইসলামাবাদের তিন আসন, সিন্ধুর চার আসনসহ পাঞ্জাবের ২২ আসনে পিটিআই ফরম ৪৫ অনুসারে জয় পেয়েছে। এরপরও এসব আসনে তার দলকে পরাজিত ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৬৫টি আসনের ফল ঘোষণা করেছে ইসিপি। এতে সর্বোচ্চ ১০৪টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৫টি। নওয়াজ শরিফের পিএমএমএল-এন ৭৪টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি। তারা পেয়েছে ৫৪টি আসন। বাকি আসনগুলো অন্যরা পেয়েছেন। এ ছাড়া একটি আসনের প্রার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় ওই আসনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন