কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইমরানের দলের শীর্ষ পদে পরিবর্তন

পিটিআইয়ের দলীয় পতাকা। ছবি : সংগৃহীত
পিটিআইয়ের দলীয় পতাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন মামলায় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান কারাগারে যাওয়ার পর গওহর আলি খানকে দলের প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

সম্প্রতি পিটিআইয়ের দলের অভ্যন্তরীণ নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অভ্যন্তরীণ নির্বাচন বাতিল করার কারণে গওহর আলি খান আর পিটিআই চেয়ারম্যান নেই। এক মাসের বেশি সময় ধরে পিটিআইয়ের শীর্ষ পদটি শূন্য পড়ে আছে। নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া চললেও এবার গওহর আলি খান সে তালিকায় নেই।

এ বিষয়ে শুক্রবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেন, ‘অসন্তোষজনক’ ভূমিকার কারণে গওহর আলি খানকে দলীয় চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অদক্ষতা ও দুর্বল ভূমিকাই গওহরকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের কারণ। ব্যারিস্টার গওহর একজন ভদ্রলোক হলেও তার কার্যক্ষমতা সন্তোষজনক নয়।

পিটিআইয়ের এই শীর্ষ নেতা আরও বলেন, দলীয় কর্মীদের প্রত্যাশা পূরণে গওহর ব্যর্থ হয়েছেন। একটি দলীয় কার্যালয় পরিচালনার দায়িত্ব সামলাতে গেলে ওই ব্যক্তিকে সব সময় সক্রিয় থাকতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা ঘটেনি। সাধারণ নির্বাচনের পর দলীয় নেতৃত্বে গওহর কোনো প্রশংসনীয় ভূমিকা রাখতে পারেনি। নির্বাচনের পর তাকেই দলের নেতৃত্বে থাকা উচিত ছিল। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।

এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার পিটিআইয়ের শীর্ষ পদে মনোনীত ব্যক্তিদের নাম গওহর আলী নিজেই ঘোষণা করেছেন। তিনি বলেন, এবার পিটিআইয়ের চেয়ারম্যান হিসেবে মনোনীত প্রার্থী হলেন আলি জাফর। আর মহাসচিব প্রার্থী ওমর আইয়ুব।

পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান দলের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক পর্যায়ে দলীয় কমিটি গঠনের জন্য ৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। তবে পরে দলের পক্ষ থেকে নির্বাচন স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, দলের অভ্যন্তরীণ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে হবে।

যাচাই–বাছাইয়ের কাজ হবে ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে ২৭ ফেব্রুয়ারি। আর আগামী ৩ মার্চ দলের কেন্দ্রীয় কার্যালয় ও প্রাদেশিক সচিবালয়ে ভোটাভুটি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১০

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১১

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১২

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১৩

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৪

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৫

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

১৬

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

১৭

এবার একাত্তর ইস্যুতে যাদের বিচার চাইলেন নাসীরুদ্দীন

১৮

৭ অক্টোবরের হামলা : ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

১৯

টঙ্গী স্টেশন রোডে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৪

২০
X