ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠের পারফরম্যান্সে পার করছে দারুণ সময়। একের পরে এক জয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার মেসিদের খেলা সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে ভারতের ফুটবল সমর্থকদের। চলতি বছরেই প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে আসছে স্কালোনির দল।
আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসি-ডি মারিয়া-মার্টিনেজরা। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এএফএ জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এবং বাকিটি ভারতের কেরালায়। প্রীতি ম্যাচ চূড়ান্ত হলেও এখন চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ।
এ ছাড়া ২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনার আরো দুটি প্রীতি উইন্ডো রয়েছে। এর প্রথমটি অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে যেখানে একাধিক ম্যাচ খেলবে মেসিরা। নভেম্বরের উইন্ডোতে ম্যাচগুলো হবে লুয়ান্ডা ও ভারতের কেরালায়।
মন্তব্য করুন