কিউবার রাজধানী হাভানায় একটি আবাসিক ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছে। গত মঙ্গলবার (৩ অক্টোবর) ওল্ড হাভানা জেলার তিন তলা একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এরপর বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ধসে যাওয়া ভবনে ১৩টি পরিবার এবং ৫৪ জন মানুষ থাকতেন। ভবন ধসের কারণে ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে পড়েছে।
মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটলেও বুধবার দিনের আলোয় উদ্দারকাজ শুরু করেন উদ্দারকর্মীরা। তারা সেখান থেকে দুজনকে উদ্ধার করেন। এই অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের কারণে বুধবার সকালেও ভবনটির আরেকটি অংশ ধসে পড়ে।
বুধবার বিকেলে শহর কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্সে জানায়, ভবনের ভেতর থেকে তারা একজনের মরদেহ উদ্ধার করেছে। তবে পরবর্তীতে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
গত সেপ্টেম্বরে কিউবার ভবন নির্মাণ বিষয়ক মন্ত্রী রেনে মেসা ভিলাফানা বলেছিলেন, কিউবায় সাড়ে ৮ লাখের বেশি ভবন মেরামতের প্রয়োজন। মানুষের বসবাসের জন্য সরকার আরও নতুন ভবন নির্মাণে কাজ করছে। তার এ ঘোষণা দেওয়ার পরই এই দুর্ঘটনা ঘটল।
মন্তব্য করুন