কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দলের ভরাডুবির মধ্যে নিজ আসনে কী হাল ঋষি সুনাকের?

বিমর্ষ অবস্থায় ক্যামেরাবন্দি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : বিবিসি
বিমর্ষ অবস্থায় ক্যামেরাবন্দি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : বিবিসি

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে দলের ভরাডুবির মধ্যে নিজ আসন ধরে রাখতে পেরেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রিচমন্ড অ্যান্ড নর্থ অ্যালারটন আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে গত নির্বাচনের তুলনায় ১৫ দশমিক ৮ শতাংশ কম ভোট পেয়েছেন সুনাক।

শুক্রবার (৫ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঋষি সুনাক ২৩ হাজার ৫৯ ভোট পেয়েছেন। যা মোট ভোটের ৪৭ দশমিক ৫ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থী টম উইলসন পেয়েছেন ১০ হাজার ৮৭৪ ভোট। তার ভোটপ্রাপ্তির হার ২২ দশমিক ৪ শতাংশ। তিনি গত নির্বাচনে লেবার পার্টির প্রার্থীর তুলনায় ৬ শতাংশ বেশি ভোট পেয়েছেন।

এক সময় রিচমন্ড অ্যান্ড নর্থ অ্যালারটন আসনটি সুনাকের জন্য সম্পূর্ণ নিরাপদ মনে করা হতো। তবে এবারের নির্বাচনে আসনটিতে তার জয়ের ব্যাপারে সন্দিহান ছিলেন পর্যবেক্ষকরা। এমনকি সুনাক নিজেও আসনটি রক্ষা করা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। শেষ পর্যন্ত সুনাকের জয় কনজারভেটিভ পার্টির কিছুটা হলেও মান বাঁচাল।

এদিকে যুক্তরাজ্যে ১৪ বছর শাসনের অবসান ঘটছে কনজারভেটিভ পার্টির। দেশটির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন ফলাফল আসছে। এখন পর্যন্ত নির্বাচনে প্রাপ্ত ফলের হিসাবে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত ৪১০টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন। খবর বিবিসির।

কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১১৯টি আসন। এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটরা ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি ৯টি এবং এসএফ ৭টি করে আসনে জয়লাভ করেছে। আর অন্যরা পেয়েছেন ২৮টি আসন।

কনজারভেটিভ পার্টির এ পরাজয় সুনাক মেনে নিয়েছেন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যের প্রয়োজনে বিজয়ী দলকে সহযোগিতার আশ্বাস দেন সুনাক।

এ ছাড়া নির্বাচনে সহযোগিতার জন্য তার দলের কর্মী-সমর্থক ও ভোটারদের ধন্যবাদ জানান সুনাক। তিনি কঠিন সময়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১০

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১১

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১২

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৩

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৪

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৫

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৮

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৯

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২০
X