বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আকাশে কোরোসিনচালিত রকেট পাঠাবে যুক্তরাজ্য

স্যাটেলাইট উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত
স্যাটেলাইট উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত

সম্প্রতি চাঁদে চন্দ্রযান পাঠিয়ে ইতিহাস গড়েছে ভারত। এবার নতুনভাবে ইতিহাস গড়ার ঘোষণা দিয়ে যুক্তরাজ্য। আগামী বছরের মে মাসে আকাশে রকেট পাঠাবে যুক্তরাজ্য। এ রকেটের মূল জ্বালানি হবে কেরোসিন-পারঅক্সাইড।

প্রায় ৫০ বছর আগে মাহাকাশে প্রথম রকেট পাঠায় যুক্তরাজ্য। তবে নিজেদের ইতিহাস নিজেরাই আবার ভেঙে গড়তে চলেছে। নিয়েছে নতুন চ্যালেঞ্জ। এবার তারা কোরোসিনের জ্বালানি দিয়ে রকেট আকাশে পাঠাবে। বর্তমানে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। আগে অন্য দেশের উৎক্ষেপণ কেন্দ্র ব্যবহার করলেও এবার তারা নিজেদের কেন্দ্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, স্কটল্যান্ডের স্কাইরোরা এ রকেট তৈরির কাজ করছে। শেটল্যান্ডের স্যাক্সাভর্দ থেকে আগামী বছর এটির উৎক্ষেপণ করা হবে। স্কাইরোরার রকেট প্রকল্প দলের সদস্য ইউয়ান ক্লার্ক জানান, ১৯৭১ সালে যুক্তরাজ্য ‘ব্ল্যাক অ্যারো’ পাঠায়। এটাই এযাবৎকালে প্রতিষ্ঠানটির সেরা সাফল্য। সেই সাফল্যের ৫০ বছর পর আমরা আবারও রকেট পাঠানোর চেষ্টা চলছে। স্কাইরোরার অফিসে ব্ল্যাক অ্যারো স্যাটেলাইটের অংশবিশেষ প্রবেশপথে সাজিয়ে রাখা হয়েছে নতুন করে অনুপ্রেরণা পাওয়ার জন্য।

স্কাইরোরা ছাড়াও অরেবক্স প্রাইম নামের আরেকটি প্রতিষ্ঠান রকেট পাঠানোর জন্য কাজ করছে। এ প্রতিষ্ঠানটি সাদাল্যান্ড স্পেসপোর্ট থেকে রকেট পাঠানোর জন্য পরিকল্পনা নিয়েছে। স্কাইরোরার এ রকেটের আকার মাত্র ২২ মিটার। এটির ইঞ্জিন থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করে বানানো হয়েছে। স্কাইরোরা ব্রিটিশ আইলস এলাকা থেকেই এসব রকেট আগামী বছরে পাঠানো শুরু করবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জনশূন্য এলাকা থেকে উন্মুক্ত জলরাশির ওপর দিয়ে এ রকেট উৎক্ষেপণ করা হবে। এ রকেটে যুক্ত স্যাটেলাইটগুলো পৃথিবীর জলবায়ু ও মেরু গবেষণায় ব্যবহৃত হবে।

স্কাইরোরার রকেট প্রকল্প দলের সদস্য ইউয়ান ক্লার্কের মতে, ‘আমরা পরিবেশের ওপর চোখ রাখতে পারে এমন স্যাটেলাইট পাঠাব, যা যোগাযোগের জন্যও কাজে আসবে। প্রতিটি রকেটে ৩০০ কেজি পাঠানো যাবে, আর প্রতি কেজি পাঠাতে খরচ পড়বে ৩০ থেকে ৩৬ হাজার পাউন্ড। এসব রকেটে ১ হাজার কিলোমিটার পাঠাতে ৫০ হাজার লিটারের মতো জ্বালানি লাগে। প্রকৌশলীরা পরিকল্পনামাফিক চললে আগামী বছর থেকে প্রতি মাসে রকেট পাঠাতে পারবেন বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাজ্যের এসব রকেট কেরোসিন-পারঅক্সাইডের তরল জ্বালানিতে চলবে। কেরোসিনের চেয়ে ভিন্ন কেরোসিন-পারঅক্সাইডের তরল জ্বালানি কম দূষণ তৈরি করে। এ ছাড়া এই জ্বালানি রকেটে সংরক্ষণ করা বেশ সহজ। যদিও প্রচলিত রকেটে অক্সিজেননির্ভর জ্বালানি ব্যবহার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

১০

তারেকের দল নিয়ে যে তথ্য দিল ইসি

১১

জনগণের ভালোবাসাই আমার শক্তি : ফারুক

১২

কালবেলা-এসএমসি ডায়াপার গোলটেবিল বৈঠক / সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব শিশুর নিউমোনিয়া প্রতিরোধ

১৩

তিউনিসিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

১৫

যুবদল নেতা গোলাম কিবরিয়ার জানাজায় মানুষের ঢল

১৬

আ.লীগ নেতা শাহাব উদ্দীন গ্রেপ্তার

১৭

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশের ভারত সফর

১৮

যে কারণে নির্বাচন বর্জন করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

১৯

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, নেতাকর্মীদের বিএনপি

২০
X