ক্ষমতার অপব্যবহার রোধে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্বের ক্ষমতাসীন দেশগুলো। এর আওতায় নতুন করে রাশিয়ার বিরুদ্ধে গতকাল নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের আগামীকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুই বছর পূর্ণ হবে। এর আগমুহূর্তে দেশটির বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য বলছে, নিষেধাজ্ঞার মাধ্যমে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্ত্রভাণ্ডার ও তাদের যুদ্ধ তহবিল খর্ব করতে চেয়েছে।
এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, আমাদের আন্তর্জাতিক চাপপ্রয়োগের অর্থ হলো রাশিয়া এই অবৈধ আগ্রাসন অব্যাহত রাখতে পারে না। আমাদের এ নিষেধাজ্ঞার ফলে পুতিনকে তার যুদ্ধের অর্থায়নের জন্য প্রয়োজনীয় ব্যয় সরবরাহে সংগ্রাম করতে হচ্ছে।
যুক্তরাজ্যের এ নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার গোলাবারুদ সংশ্লিষ্ট কোম্পানি রয়েছে। এ ছাড়া ধাতু, হীরা ও জ্বালানি শিল্পের রাজস্বের উৎসগুলো এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশটির সবচেয়ে বড় ও রাষ্ট্রীয় গোলাবারুদ প্রতিষ্ঠান ভার্ডলভের ওপরও এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তালিকায় রাশিয়া ছাড়া আরও দুই দেশের প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে দেশটিতে ইলেক্ট্রনিক পণ্য সরবরাহকারী একটি তুর্কি প্রতিষ্ঠান ও চীনের তিনটি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া রাশিয়ার ডায়মন্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান আলরোজার নির্বাহীরা এবং তামা উৎপাদকারী প্রতিষ্ঠান ইউএমএমসির ব্যবস্থাপকরাও রয়েছেন।
মন্তব্য করুন