কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলা নির্বাচনী হিসাব বদলে দিতে পারে

নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টার শিকার হয়েছেন ট্রাম্প। ছবি : সংগৃহীত
নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টার শিকার হয়েছেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। ট্রাম্পকে লক্ষ্য করে চালানো এ হামলায় আহত হয়েছেন তিনি। গুলি তার কান ছিঁড়ে বেরিয়ে যায় এবং কার্যত অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তার ওপর এ হামলা নির্বাচনী প্রচারণায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এমনকি এ হামলা মার্কিন নির্বাচনী হিসাব বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিবিসির।

বিবিসির নর্থ আমেরিকা এডিটর সারাহ স্মিথ বলছেন, হামলায় ট্রাম্পের আহত হওয়া এবং রক্তাক্ত অবস্থায় মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে হার না মানার ইঙ্গিত দেওয়া এবং সিক্রেট সার্ভিসের এজেন্টদের মাধ্যমে মঞ্চ থেকে তাড়াহুড়ো করে চলে যাওয়ার অসাধারণ এসব ছবি কেবল ইতিহাস তৈরিই নয়– এসব ছবি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথও পরিবর্তন করতে পারে।

ট্রাম্পের ওপর হামলা এবং রক্তাক্ত হওয়ার এসব ছবি বেশ দ্রুতই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এমনকি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্পও এসব ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন : ‘আমেরিকার এ ধরনের যোদ্ধাই প্রয়োজন।’

হামলার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেন টিভিতে হাজির হন এবং সেখানে তিনি বলেন, আমেরিকায় এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। তিনি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, তিনি আজ রাতেই তার সঙ্গে কথা বলবেন।

এ ছাড়া বাইডেনের নির্বাচনী প্রচারাভিযানও তাদের সমস্ত রাজনৈতিক বিবৃতি স্থগিত করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের এ সম্পর্কিত টেলিভিশন বিজ্ঞাপনগুলোও সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে। বাইডেনের প্রচারণা দল স্পষ্টভাবেই বিশ্বাস করে, এই সময়ে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করা অনুচিত হবে এবং এর পরিবর্তে পেনসিলভানিয়ায় যা ঘটেছে তার নিন্দায় মনোনিবেশ করা উচিত তাদের।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্পেকট্রামজুড়ে সব রাজনীতিবিদই এই এক জায়গায় একত্রিত হয়ে বলছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। যদিও এসব রাজনীতিবিদ কোনো বিষয়ে একমত হয়েছেন এমনটা খুব কমই দেখা গেছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং জিমি কার্টার সবাই এ সহিংসতার নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, হামলায় ট্রাম্প গুরুতরভাবে আহত হননি, এতেই তারা বড় স্বস্তি পেয়েছেন।

তবে ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ মিত্র এবং সমর্থক ইতোমধ্যেই এ সহিংসতার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করছেন। এর মধ্যে একজন রিপাবলিকান কংগ্রেসম্যান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে, (ট্রাম্পকে) ‘হত্যার প্ররোচনা দেওয়ার’ জন্য প্রেসিডেন্ট বাইডেনকে অভিযুক্ত করেছেন।

সিনেটর জেডি ভ্যান্স – যিনি ট্রাম্পের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বলে মনে করা হয় – বলেছেন, নির্বাচনী প্রচারণার সময় বাইডেনের রাখা বিভিন্ন বক্তব্য সরাসরি এ ঘটনা ঘটার পেছনে ভূমিকা রেখেছে।

অন্যান্য রিপাবলিকান রাজনীতিবিদরাও অনুরূপ কথা বলছেন। যা আমেরিকার রাজনীতির এ বিপজ্জনক সময়ে তাদের সুবিধা দেবে বলেই মনে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা একটি কুৎসিত লড়াইয়ে পরিণত হতে পারে। আর এটি আগামী নভেম্বরের ভোটের আগে নির্বাচনী প্রচারণাকে নতুন রুপ দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ৫০ থানার ওসি বদল

প্রেমিকের হুডি চুরি করতেন ভারতীয় এই অভিনেত্রী

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যে ১৪ জন

কাশিমপুর থেকে ২৬ বছর পর পাকিস্তানি নাগরিকের মুক্তি  

বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা মান্দানা

জানা গেল কখন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কোটি টাকার স্বর্ণ

১০

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ

১১

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

১২

ইউআইইউর শিক্ষকের বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

১৩

দম্পতির সিগারেট খাওয়ার ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদাবাজি

১৪

বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি

১৫

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

১৬

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা

১৭

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক 

১৮

শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও দপ্তরি

১৯

সিল্কি, শাইনি আর হেলদি চুল পেতে ঘরোয়া টিপস

২০
X