

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য বিমানের পাইলট রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন এয়ার ফোর্স জানিয়েছে, মরুভূমিতে প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের একটি থান্ডারবার্ড এফ-১৬সি ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সৌভাগ্যবশত পাইলট সময়মতো ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটির দিকে ধেয়ে যাওয়া বিমানের ককপিট থেকে পাইলট দ্রুত ইজেক্ট করছেন। কয়েক সেকেন্ড পর নিয়ন্ত্রণহীন ফাইটার জেটটি মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়।
এয়ার ফোর্সের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রশিক্ষণ মিশন চলাকালে দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী তথ্য ৫৭তম উইং পাবলিক অ্যাফেয়ার্স অফিস জানাবে।
সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ইজেকশনের সময় পাইলট আঘাত পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দমকল বিভাগ জানান, তারা ট্রোনা এলাকায় এয়ারক্রাফ্ট এমার্জেন্সি রিপোর্ট পেয়ে সেখানে পৌঁছেছেন। এলাকাটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৮০ মাইল উত্তর অবস্থিত।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত এফ-১৬টি নেলিস এয়ার ফোর্স বেসে অবস্থানরত মার্কিন এয়ার ফোর্সের এলিট অ্যারোবেটিক দল থান্ডারবার্ডস-এর ছিল। ১৯৫৩ সালে গঠিত এ দলটি প্রতি সিজনে নেলিস বেস থেকে অনুশীলন করে এবং আকাশ প্রদর্শনীতে অত্যন্ত ঘনিষ্ঠ ফরমেশনে উড়ান দেওয়ার জন্য পরিচিত।
মন্তব্য করুন