কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৬:০৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলা : লাভ হলো কার?

হামলার পরও উজ্জ্বীবিত ট্রাম্প। ছবি : সংগৃহীত
হামলার পরও উজ্জ্বীবিত ট্রাম্প। ছবি : সংগৃহীত

ট্রাম্পের ওপর হামলার ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমসহ প্রতিটি সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সরাসরি হামলার দৃশ্য দেখেছে কোটি কোটি মানুষ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্টের ওপর এ ধরনের হামলার নিন্দা জানিয়েছেন সবাই।

এমনকি ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনও কোনো রাখঢাক ছাড়াই স্পষ্ট ভাষায় হামলার নিন্দা জানিয়েছেন। এফবিআই জানিয়েছে, সরাসরি হত্যার উদ্দেশেই চালানো হয়েছিল এই হামলা। কিন্তু সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গেছেন রিপাবলিক্যান এই নেতা। কিন্তু নির্বাচনের আগে চালানো এই হামলায় আসলে কে লাভবান হলো, উঠছে এমন প্রশ্নও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির নর্থ আমেরিকা এডিটর সারাহ স্মিথ বলছেন, হামলায় ট্রাম্প আহত হয়েও রক্তাক্ত অবস্থায় মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে হার না মানার ইঙ্গিত দিয়েছেন। এই ছবি কেবল ইতিহাস নয়, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথও পরিবর্তন করে দিতে পারে। কারণ, প্রধান দুই দলের বাইরে সুইং ভোটার বা যারা কাকে ভোট দিবেন তা নির্ধারণ করেননি, তারা ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল হতে পারে এবং তার হার না মানা মানসিকতায় মুগ্ধ হতে পারেন।

ট্রাম্পের ওপর হামলা এবং রক্তাক্ত হওয়ার এসব ছবি বেশ দ্রুতই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এমনকি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্পও এসব ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন: ‘আমেরিকার এই ধরনের যোদ্ধাই প্রয়োজন।’

হামলার পরপরই বাইডেনের নির্বাচনী প্রচারাভিযানও তাদের সমস্ত রাজনৈতিক বিবৃতি স্থগিত করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের এ সম্পর্কিত টেলিভিশন বিজ্ঞাপনগুলোও সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে। বাইডেনের প্রচারণা শিবির মনে করছে, এই সময়ে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করা অনুচিত হবে। স্পষ্টত, এখানে রাজনৈতিকভাবে ডেমোক্র্যাটরা চাপে রয়েছে। ফলে, সহমর্মিতা দেখানোর মাধ্যমে প্রাথমিক সেই চাপ তারা মোকাবিলার চেষ্টা করছে। আর হামলার শিকার হয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ট্রাম্প। তবে, এটি দীর্ঘস্থায়ী না-ও হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

এদিকে, ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ মিত্র এবং সমর্থক এরই মধ্যে হামলার জন্য বাইডেনকে দোষারোপ করছেন। ট্রাম্পের সম্ভাব্য ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর জেডি ভ্যান্স বলেছেন, প্রচারণার সময় বাইডেনের রাখা বিভিন্ন বক্তব্য সরাসরি এই ঘটনা ঘটার পেছনে ভূমিকা রেখেছে। অন্যান্য রিপাবলিকান রাজনীতিবিদরাও অনুরূপ কথা বলছেন। ফলে, আসন্ন নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রে আরও সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

জামায়াত প্রার্থীকে শোকজ

১০

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১১

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১২

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৩

ঢাকা কলেজে উত্তেজনা

১৪

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

১৫

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

১৬

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

১৭

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

১৮

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

১৯

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

২০
X