কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১০:০৮ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আরও ভয়াবহ রূপ নিয়েছে হারিকেন মিল্টন, আঘাত হানতে পারে যেখানে

হারিকেন মিল্টনের গতিপথ। ছবি : সংগৃহীত
হারিকেন মিল্টনের গতিপথ। ছবি : সংগৃহীত

আরও ভয়াবহ রূপ নিয়েছে হারিকেন মিল্টন। বর্তমানে এটি ক্যাটিগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের চেয়ে ভয়ংকর রূপ নিয়ে এটি এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে ২৮৫ কিলোমিটার গতিবেগে এটি অগ্রসর হচ্ছে। যার ফলে উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ক্রমবর্ধমান কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

কর্তৃপক্ষের জারি করা এক সতর্কবাতায় বলা হয়েছে, বুধবার পূর্ণ শক্তির সঙ্গে এ ঝড়টি জনবহুল শহর টাম্পা উপসাগরে আঘাত হানতে পারে।

বিবিসি জানিয়েছে, ফ্লোরিডার বাসিন্দাদের বছরের মধ্যে সবচেয়ে বড় পরিসরে বাসিন্দাদের সরিয়ে আনার জন্য প্রস্তুতির কথা বলা হয়েছে। গভর্নর রন ডিস্যান্টিস এক সতর্কবার্তায় বলেন, লোকেদের সরিয়ে নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে।

সোমবার (০৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ধরে নিতে হবে এটি একটি দানব হতে চলেছে।

মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, রোববার (০৬ অক্টোবর) ভোরে এটি ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় এক হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। পরে এটি প্রতি ঘণ্টায় সাত কিলোমিটার বেগে পূর্বদিকে অগ্রসর হচ্ছিল। এটি এখন ৯৫ কিলোমিটার বেগে ঘুরপাক খাচ্ছে।

এর আগে সম্প্রতি ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। বিধ্বংসী গতির এই ঝড়ের কারণে বিগ বেন্ড এবং এর আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রাস্তাঘাট ডুবে যায়।

ব্যাপক ধ্বংসাত্মক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর হেলেনকে ‘ক্যাটাগরি ৪’ ঘূর্ণিঝড়ের তকমা দেয়। বিগ বেন্ডে আছড়ে পড়ার পর জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা ও দক্ষিণ ক্যারোলাইনার দিকে এগোতে থাকে হেলেন। এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগও।

মার্কিন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে আঘাত হানা ঘূর্ণিঝড়ের মধ্যে বিধ্বংসী ক্ষমতার দিক দিয়ে ১৪তম এবং প্রশস্ততার দিক দিয়ে ‍তৃতীয়। ফ্লোরিয়ায় আঘাত হানার সময় এর পরিধি ছিল ৬৭৫ কিলোমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরি গুরুতর নয় বলে জানালেন নেইমার

‘গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বুদ্ধিজীবীদের বেশিরভাগই ছাত্ররাজনীতি রাখার পক্ষে’

জমজমাট আয়োজনে চলছে ‘যাত্রা উৎসব-২০২৪’ 

সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা

হাইকোর্টের রায়ে খালাস পেয়েও একযুগ কারাভোগ শুকুর আলীর

দানব সরে গেছে, বিপদ শেষ হয়নি : মির্জা ফখরুল 

‘বাহাদুর শাহ পার্কে কোনো রেস্টুরেন্ট হতে দেওয়া যাবে না’

আ.লীগ নেতার গুদাম থেকে সরকারি সার পাচার

আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হবিগঞ্জ

সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে : সম্পাদক পরিষদ

১০

‘ভূতের মুখে রামনাম’, হাছান মাহমুদের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল

১১

ঋণ অনিয়ম : ইসলামী ব্যাংকের ২৩ কর্মকর্তাকে দুদকে তলব

১২

ট্রাম্প-কমলাকে নিয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করল এআই

১৩

উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

১৪

ট্রাম্পের সম্ভাব্য জয়ের জন্য ‘নিজেকে প্রস্তুত করছে’ ইইউ

১৫

যুক্তরাষ্ট্রে চলছে ভোট, ট্রাম্প-হ্যারিস কোথায়

১৬

র‍্যাব পরিচয়ে ছিনতাই করতেন তারা

১৭

বোস-আইনস্টাইন তত্ত্বের শতবর্ষপূর্তি : আন্তর্জাতিক সম্মেলন করবে ঢাবি

১৮

‘গর্ভবতী নারী এবং শিশুদের রক্তে সিসার উদ্বেগজনক মাত্রা রয়েছে’

১৯

ইলেক্টোরাল ভোট সমান হলে বিজয়ী কীভাবে নির্ধারিত হবে?

২০
X