সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় বিদ্রোহী জোটের সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’ যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এ গোষ্ঠীটি বর্তমানে সিরিয়ার একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে এবং তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে রোববার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, যা আসাদ সরকারের পতনের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ব্লিংকেন জানান, তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থা এবং জনগণের প্রতি বার্তা পাঠানোর চেষ্টা করছে।

ব্লিংকেন আরও বলেন, আমরা চাই সিরিয়ার জনগণ সফল হোক এবং এর জন্য আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। যদিও এই যোগাযোগ নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়নি, তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এটি নিশ্চিত করেছেন যে, এইচটিএস এবং অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বজায় রাখা হচ্ছে।

এদিকে, এক সময়ে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত এই এইচটিএস ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছিল। তবে, তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপরে আইনগত কোনো বিধিনিষেধ নেই।

এই গোষ্ঠীটি দামেস্ক দখলের পর সিরিয়ায় নিরাপত্তা এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করছে এবং তাদের বিরুদ্ধে উগ্রবাদীদের সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা আহমাদ আল-শারা শুক্রবার (১৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় সিরিয়ার জনগণকে তাদের ‘অসাধারণ ভূমিকার’ জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই বিজয়ের জন্য সিরিয়ার মহান জনগণকে ধন্যবাদ। আমরা সবাই মিলে একটি নতুন এবং শক্তিশালী সিরিয়া গড়তে কাজ করছি।

শারা তার বক্তব্যে সংখ্যালঘু এবং নারীদের অধিকার সুরক্ষার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এই মন্তব্যকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইতিবাচক হিসেবে দেখছেন। মার্কিন এক কর্মকর্তা জানান, শারা নারীদের এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে খুবই ভালো দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এটি সিরিয়ার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

বিশ্লেষকদের মতে, শারার এমন বক্তব্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এটি এইচটিএসকে একটি প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা হতে পারে। তবে, গোষ্ঠীটির অতীত কর্মকাণ্ড এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১০

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১১

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১২

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

১৩

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

১৫

যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক

১৬

২০২৬ বিশ্বকাপে মেসিদের কত কিলোমিটার ভ্রমণ করতে হবে?

১৭

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে নতুন ভাবনা মেডিকেল বোর্ডের

১৮

নওগাঁ জেলা পরিষদ পার্কের অধিকাংশ রাইডস ব্যবহারের অনুপযোগী

১৯

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

২০
X