পুলিৎজার বিজয়ী মার্কিন লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন। নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজ বাড়িতে মঙ্গলবার মৃত্যু হয় তার। লেখকের বয়স হয়েছিল ৮৯ বছর। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বার্ধক্যজনিত কারণে লেখক ম্যাকার্থির মৃত্যু হয়েছে।
ম্যাকার্থিকে শ্রদ্ধা জানিয়ে মার্কিন লেখক স্টিফেন কিং বলেছেন, ‘তিনি সম্ভবত আমার সময়ের সর্বশ্রেষ্ঠ মার্কিন ঔপন্যাসিক।’
এ ছাড়া ম্যাকার্থির যুক্তরাজ্যের প্রকাশক প্যান ম্যাকমিলান তাকে ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং বিখ্যাত লেখকদের একজন’ বলে অভিহিত করেছেন।
২০০৬ সালে নিজের দশম উপন্যাস ‘দ্য রোড’-এর জন্য পুলিৎজার পুরস্কার পান ম্যাকার্থি। তার ‘দ্য রোড’ এবং ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ উপন্যাস দুটি থেকে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ সিনেমাটি চারটি বিভাগে অস্কার জিতে নেয়।
মন্তব্য করুন