কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রিন্স হ্যারিকেও ‘অবৈধ অভিবাসী’ বলে যুক্তরাষ্ট্র ছাড়া করবেন ট্রাম্প?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তিনি রাজা চার্লসের কনিষ্ঠ পুত্র এবং ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী। তবে ২০২০ সালে ব্রিটিশ রাজ পরিবারের তকমা ঝেড়ে ফেলেন হ্যারি। স্ত্রী মেগান মার্কেলসহ পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে তারা ক্যালিফোর্নিয়ার মন্টোসিটোতে বসবাস করছেন।

তবে হ্যারির মার্কিন ভিসা নিয়ে রয়েছে প্রশ্ন। অভিযোগ উঠে, ভুল তথ্য দিয়ে ভিসার আবেদন করেছিলেন ব্রিটেনের রাজকুমার। নিজের মাদক সেবন সংক্রান্ত কিছু তথ্য তিনি গোপন করেছিলেন। আমেরিকার নির্দিষ্ট কিছু ভিসার ক্ষেত্রে অতীতে মাদক সেবনের রেকর্ড থাকলে ভিসা বাতিল করা হয়।

আমেরিকার প্রেসিডেন্টের আসনে বসার আগেই হ্যারির ভিসা সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে। তিনি ২০২৪ সালের শুরুর দিকে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যদি ক্ষমতায় আসেন, ব্রিটেনের রাজকুমারের মিথ্যাভাষণের বিষয়ে পদক্ষেপ নেবেন।

হোয়াইট হাউসের চেয়ারে বসার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছেন ট্রাম্প। তাই প্রশ্ন উঠছে হ্যারিকেও কি ‘অবৈধ অভিবাসী’ বলে নিজের দেশে ফেরত পাঠাচ্ছেন তিনি? অনেকেই ধারণা করছিলেন ট্রাম্প এমনটা করতেও পারেন।

তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি জানিয়েছেন, এখনই তেমন কোনো ভাবনা নেই তার। নিউইয়র্ক পোস্ট-কে ট্রাম্প বলেছেন, ‘আমি এখনই ওটা করতে চাই না। তাকে (হ্যারিকে) ছেড়ে দিতে চাই। নিজের স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন উনি। আর সমস্যা বাড়াতে চাই না।

ইতোমধ্যেই শত শত মানুষকে অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করে নিজের দেশে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। ফলে প্রশ্ন উঠেছে, হ্যারি যদি ভিসার আবেদনে মিথ্যা বলে থাকেন তাহলে কি এই দম্পতিকেও ব্রিটেনে ফেরত পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্র?

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প হ্যারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান না। যদিও হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল দীর্ঘদিন ধরে ট্রাম্পের তীব্র সমালোচক। মেগান মার্কেল তার আগের প্রকাশ্য বিবৃতিতে ট্রাম্পকে ‘বিভেদ সৃষ্টিকারী’ এবং ‘নারী-বিদ্বেষী’ বলে উল্লেখ করেছিলেন। তবে ট্রাম্প সেগুলো গায়ে মাখছেন না।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প নিয়মিত হ্যারিকে উপহাস করেছেন এবং দাবি করেছেন যে, রাজপুত্রকে মেগান বেত্রাঘাত করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প বলেছেন যে, ‘আমি (ট্রাম্প) মনে করি বেচারা হ্যারিকে নাক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন মেগান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওয়ানডে ছেড়ে কোহলির টেস্ট খেলাই চালিয়ে যাওয়া উচিত ছিল’

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন

ভিটামিন ডি পাওয়ার সেরা সময় সকালে নাকি বিকেলে

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

১০

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

১১

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

১২

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

১৩

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

১৪

এ ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

১৫

দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর

১৬

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৭

রাকুলের সতর্কবার্তা

১৮

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১৯

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

২০
X