কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৮:০৫ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

আবারও গ্রেপ্তার হলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এপি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এপি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জর্জিয়ার ফুল্টন কাউন্টি আদালতে আত্মসমার্পণ করলে আদালত তাকে গ্রেপ্তার করেন।

বিবিসি, আলজাজিরা ও রয়টার্স তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গত সোমবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার ফুল্টন কাউন্টি কোর্টে আত্মসমার্পণের কথা জানিয়েছিলেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক এ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হলেও বেশি সময় তাকে কারাগারে থাকতে হয়নি। মাত্র ২০ মিনিটির ব্যবধানে তাকে জামিন দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটনে গ্রেপ্তার হন।

গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে ট্রাম্প আবার জর্জিয়ায় ফিরে যান। এ সময় তিনি এ মামলাকে ‘বিচারিক প্রতারণা’ বলে মন্তব্য করেন।

গত সেমাবাার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বৃহস্পতিবার ফুল্টন কাউন্টি কোর্টে তিনি আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণের পর তাকে জেলেও পাঠানো হতে পারে। তবে তিনি জামিন চাইবেন। গত সোমবার ট্রাম্পের আইনজীবী ও ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি অফিসের সঙ্গে আলোচনা করে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। মামলায় তাকেসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড ৪১টি অভিযোগপত্র ইস্যু করে। এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামালা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ট্রাম্প।

মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, হোয়াইট হাইজের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান ও সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফরি ক্লার্ক রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনে শুনে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।

ফুল্টন কাউন্টি ডিস্ট্রিক অ্যাটর্নি ফানি উইলিস জানান, এ মামলায় ট্রাম্পসহ বাকিদের আগামী ১৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, অভিযোগের পরবর্তী কার্যক্রমের অংশ হচ্ছে বিচারকরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি তাদের আগামী ২৫ আগস্টের পর্যন্ত আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি।

এর আগে, গত ১ আগস্ট ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় অভিযুক্ত করা হয়। এরপর এই মামলায় ৩ আগস্ট বিকেলে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্তা পেল না ইংল্যান্ড, অ্যাশেজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া

জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি

সারের দাবিতে মহাসড়ক অবরোধ

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ, সম্পাদক জুয়েল

রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন মন্টু, অতঃপর...

অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

তপশিল ঘোষণা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

মালদ্বীপে একদিনে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ডেস্কে বসে কাজ করছেন? যেসব লক্ষণে বুঝবেন ওজন বাড়ছে

১০

বাড়ল ভোট দেওয়ার সময়

১১

আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

১২

মোদিকে নিয়ে মন্তব্য করায় বিপাকে ভারতীয় সংগীতশিল্পী

১৩

‘হিউম্যান রাইটস টিউলিপ’ পুরস্কারে মনোনীত তুলিকে মির্জা ফখরুলের অভিনন্দন

১৪

পলাশকে বিয়ে না করার চূড়ান্ত সিদ্ধান্ত মান্ধানার

১৫

কে জিতল আর কে হারল, এটা দেখা আমাদের বিষয় নয় : এসপি আরেফিন জুয়েল

১৬

৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর বাজারে আনল মিনিস্টার

১৭

খেজুরের রস খেয়ে ফেরার পথে প্রাণ গেল কিশোরের

১৮

অনুসন্ধানে দুদক / সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

১৯

বিশ্বকাপ সামনে রেখে বড় চমক নামিবিয়ার

২০
X