জাতিসংঘের সদর দপ্তরে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন আরব ও ইসলামিক বিশ্বের শীর্ষ নেতারা। বৈঠকে তারা গাজায় চলমান যুদ্ধ দ্রুত বন্ধ করা, ইসরায়েলি বন্দিদের মুক্তি ও পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। নেতারা বলেন, এটাই একটি ন্যায্য ও স্থায়ী শান্তির পথে প্রথম ধাপ।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, গাজার অসহনীয় মানবিক পরিস্থিতি শুধু অঞ্চলেই নয়, পুরো ইসলামিক বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এজন্য যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই।
উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
নেতারা গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। যারা পালিয়ে গেছে তাদের ফেরার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ট্রাম্পের নেতৃত্বে এ সংকট সমাধান ও স্থায়ী শান্তির পথে এগোনোর গুরুত্বের কথাও তুলে ধরেন।
এছাড়া পশ্চিম তীরে স্থিতিশীলতা, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর সুরক্ষা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রচেষ্টাকে সমর্থনের বিষয়েও ঐকমত্য গড়ে ওঠে।
বিবৃতিতে বলা হয়, আরব দেশসমূহ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্যোগে গাজার পুনর্গঠনের জন্য একটি সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া জরুরি। এতে নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক সহায়তা থাকবে, যা ফিলিস্তিনি নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।
আগামী ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই ইসরায়েল গাজা সিটিতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
সূত্র : শাফাক নিউজ
মন্তব্য করুন