কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্পদ অর্জনে আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তার সম্পদ ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ইতিহাসে এবারই প্রথম কারও নিট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল। ধারণা করা হচ্ছে, তার সম্পদ অদূর ভবিষ্যতে আরও বাড়বে।

বুধবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্কের নিট সম্পদ ছিল ৫০০ দশমিক ১ বিলিয়ন বা ৫০ হাজার ১০ কোটি ডলার। টেসলা এবং স্পেসএক্সের সিইওর সম্পদের পরিমাণ বিকেল সাড়ে ৩টার দিকে অর্ধ ট্রিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করে। এ সময় বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ওরাকল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন প্রায় ১৫০ বিলিয়ন ডলার কম সম্পদে পিছিয়ে ছিলেন।

তথ্য মতে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের ঊর্ধ্বগতি, স্পেসএক্সসহ অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ইলন মাস্কের সম্পদের সব রেকর্ড ভাঙে।

২০২০ সালের মার্চ মাসে মাস্কের সম্পদ ২৪.৬ বিলিয়ন ডলার থেকে আকাশচুম্বী হয়ে একাধিক মাইলফলক অর্জন করেছে। ২০২০ সালের শেষের দিকে ১০০ বিলিয়ন ডলার, ২০২১ সালে ২০০ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ৪০০ বিলিয়ন ডলার হয়। তখনই বিশ্ব হতবাক হয়ে যায়। আর এই সপ্তাহে ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছানোর পর তার উত্থান নিয়ে নতুন জল্পনা চলছে।

প্রসঙ্গত, ইলন মাস্কের সম্পদ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে নভেম্বর মাসে যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর পর থেকে তার সম্পদ ক্রমাগত বেড়েই চলেছে। মাস্কের এই বিশাল সম্পদের বৃদ্ধির অন্যতম কারণ তার প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টেসলা। ব্লুমবার্গের তথ্যানুসারে, মাস্কের সম্পদে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে স্পেসএক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রির মাধ্যমে। তার এই বিশাল সম্পদের পরিমাণ অনেক দেশের বার্ষিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) থেকেও বেশি।

মাস্কের সাফল্য শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন বা ব্যবসায়ের সাফল্য নয়; বরং এটি একটি নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে, যেখানে এক ব্যক্তি এককভাবে বৃহত্তম এবং ধনী দেশগুলোর তুলনায় অনেক বেশি সম্পদ অর্জন করতে পারে। এ ঘটনার মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবক হিসেবে তিনি কেবল ব্যবসায়ী নন; বরং একটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তির প্রতীকও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরেও নির্মাণ হয়নি ধসে পড়া সংযোগ সড়ক

৩৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চারা নষ্ট

র‍্যাবের অভিযানের সময় সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

মহাসড়কের বিভাজকে লাগানো গাছ কেটে ব্যবসায়ী গ্রেপ্তার

তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের

কেরানীগঞ্জে থানায় আগুন

রাজধানীতে বিদেশি রিভলভারসহ ১ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

মারুফার সেই কান্না নিয়ে যে ব্যাখা দিলেন জ্যোতি

আমার নির্বাচনী এলাকায় কোনো মাদকসেবী দেখতে চাই না : বাবর

১০

এস আলমের স্বেচ্ছায় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের আদেশ স্থগিত

১১

বিএনপির দুই প্রার্থীর নেতাকর্মীদের নিয়ে সমঝোতা বৈঠক

১২

বগুড়া লেখকচক্র পুরস্কার পাচ্ছেন ৬ গুণী ব্যক্তি

১৩

এনসিপি নেতার পদত্যাগ

১৪

ভাঙ্গায় সহস্রাধিক সেনা-র‍্যাব-বিজেপি মোতায়েন

১৫

তুরস্কের নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষার সফল পরীক্ষা

১৬

রোনালদোকে ছাড়া ৯ গোলের উৎসবে বিশ্বকাপে পর্তুগাল

১৭

সিম কার্ডের এক কোনা কাটা থাকে কেন? আসল রহস্য জেনে নিন

১৮

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

১৯

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

২০
X