কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:০৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার পথে পথে উড়ছে ফিলিস্তিনের পতাকা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সড়কে উড়ছে ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সড়কে উড়ছে ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ইসরায়েলকে সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এতেই ক্ষোভে ফুসে ওঠে আমেরিকায় বসবাসরত ফিলিস্তিনিরা। প্রতিবাদ জানাতে প্রিয় মাতৃভূমির পতাকা বুকে জড়িয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে শত শত ফিলিস্তিনি।

আমেরিকার বিরুদ্ধে শুধু স্লোগানই নয়, এদিন জানিয়েছে অভিনব প্রতিবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সড়কে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের পতাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, বিক্ষোভ মিছিলের একপর্যায়ে মার্কিন পতাকার পাশে টাঙিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনির পতাকা।

হোয়াইট হাউস, নিউইয়র্কের টাইমস স্কয়ারসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এদিন প্রতিবাদ মিছিল বের করে শত শত ফিলিস্তিনি। প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত ছিল এসব সড়ক।

ইসরায়েলকে জঙ্গিবিমান আর যুদ্ধজাহাজ দেওয়ায় ধিক্কার জানান বিক্ষোভকারীরা। বলেন, প্রতিরোধ গড়া কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রম নয়। তাই যুক্তরাষ্ট্র নিরীহ ফিলিস্তিনিদের মারতে যেভাবে অস্ত্র সহায়তা দিচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এ সময় নেতানিয়াহু সরকারকে তহবিল পাঠানোর বন্ধের আহ্বান তারা।

ইসরায়েলের প্রতি হামাসের হামলার সমর্থনে রোববার হোয়াইট হাউসের সামনে জড়ো হন ফিলিস্তিনিরা।

তারা বলেন, নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে দিনের পর দিন লড়াই করে যাচ্ছে গাজাবাসী।

এদিন ইসরায়েলকে সমর্থন জানাতে পাল্টা মিছিল বের করেন আমেরিকায় বসবাসকারী ইসরায়েলিরা। বিশেষ করে তাদের সরকারের পাশে থাকার জন্য বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানান।

একই জায়গায় ইসরায়েল ফিলিস্তিনি বিক্ষোভ ডাকায় চীর বৈরী দুই দেশের বাসিন্দাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে।

শনিবার হঠাৎই ইসরায়েলকে লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের দাবি, দশকের পর দশক ধরে তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এমন হামলা চালানো হচ্ছে।

আমেরিকার ধারণা, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার চলমান শান্তি আলোচনা বিঘ্নিত করতে এই হামলা চালাতে পারে হামাস। আমেরিকার এমন ঘোষণাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বলে আখ্যা দেয় হামাস। এক বিবৃতিতে তারা জানায়, আমেরিকার এই ঘোষণা প্রমাণ করে যে, তারা দখলদারদের সমর্থনে নিজেদের অবস্থান পরিস্কার করে ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৩১ অক্টোবরের মধ্যে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে কমিশন’

বাংলাদেশকে উড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়া

বল এখন আফগানিস্তানের কোর্টে : শাহবাজ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ পয়েন্টে মশাল প্রজ্জ্বলন

টানা ১৪ বছর কুমিল্লা বোর্ডসেরা সোনার বাংলা কলেজ

প্রধান উপদেষ্টাকে গোলাম পারওয়ার / ‘চার-পাঁচজন উপদেষ্টা একটি দলের প্রতি অনুগত’

ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

ফেনী গার্লস ক্যাডেট কলেজের সবাই পেল জিপিএ ৫

এইচএসসি ফলাফলে শীর্ষস্থান হারাল বগুড়া

যে শর্তে জুলাই সনদে সই করবে জামায়াত

১০

নতুন বিএমডব্লিউ পেলেন রিয়াল মাদ্রিদের তারকারা

১১

৩৮ শিক্ষকের কলেজে ৭৪ জন পরীক্ষার্থী, উত্তীর্ণ ৮

১২

ডাকসু জাকসু চাকসুর ফল নিয়ে জামায়াত আমিরের ভবিষ্যদ্বাণী

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কলেজে পাস করেননি কেউ

১৪

কৃষকদের হাত আরও শক্তিশালী করবে বিএনপি : তারেক রহমান

১৫

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আডা লাভলেস প্রোগ্রামিং প্রতিযোগিতা

১৭

জীবগাঁও কলেজে শতভাগ ফেল, অধ্যক্ষ বললেন ‘হতাশাজনক’

১৮

আম্মু হাসপাতালে, সবাই দোয়া করবেন : তমা মির্জা

১৯

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X