যুদ্ধের মধ্যে ইসরায়েলে সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইসরায়েল সফরে যান। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। সফরে তিনি নিহত মার্কিনিদের বিষয়ে মুখ খুলেছেন। খবর আলজাজিরার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো হামলার আগে সেখানে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ব্যাপারটি এড়াতে হবে। কেননা বেসামরিক লোকদের ওপর হামলায় তারা প্রাণ হারানোর কারণে আমাদের শোক করতে হচ্ছে।
সফরে ব্লিঙ্কেন জানান, শনিবার থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ইসরায়েলে হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫ জন মার্কিনি নিহত হয়েছেন। এর আগে তিনি ২২ জন নিহতের খবর জানিয়েছিলেন।
এদিকে সফরে গিয়ে ইসরায়েলের প্রতি তীব্র সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন এ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা এখানে আছি। আমরা ইসরায়েলকে ছেড়ে কোথাও যাচ্ছি না।
মন্তব্য করুন