ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালানোর বিষয়টি সুস্পষ্টভাবে অস্বীকার করেছে ইসরায়েল। বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ভয়াবহ বোমা হামলা হয়। এ হামলায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এখনো শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ফলে নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। গত সপ্তাহে গাজায় ইসরায়েলের বোমা হামলা শুরুর পর এটিই সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী বোমা হামলা। হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ মানবাধিকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। ইরান, তুরস্ক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সরকার-রাষ্ট্রপ্রধানরাও এই হামলার নিন্দা জানিয়েছে।
বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরায়েল সুস্পষ্টভাবে, খুব দৃঢ়তার সঙ্গে এই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। এ হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্তা নেই বলে জানিয়েছে।
তবে এই ভয়াবহ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। কিন্তু ইসরায়েল দায় অস্বীকার করে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ওপর এই দায় চাপিয়েছে।
মন্তব্য করুন