কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১২:১৬ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে অন্ধের মতো অস্ত্র ও সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি গাজায় ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট এবং আসন্ন রাফা অভিযান ঘিরে বারবার উদ্বেগ জানায় ইসরায়েলের প্রধান মিত্র দেশটি। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও ভেটো দেয়নি আমেরিকা। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক তলানিতে গিয়ে পর্যন্ত ঠেকে। তবে জনসম্মুখে বাইডেন থেকে শুরু করে মার্কিন কর্তাব্যক্তিরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলবিরোধী কথার ফুলঝুরি ছিটিয়ে গেলেও পর্দার আড়ালে ঘটে গেছে ভয়াবহ আরেক ঘটনা।

সম্প্রতি ইসরায়েলকে বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধবিমান হস্তান্তর করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের কাছে এমন তথ্য ফাঁস করেছে বলে জানিয়েছে রয়টার্স।

যুগের পর যুগ ধরে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দান থেকে শুরু করে বিশ্ব কূটনীতি—সব জায়গায় ইসরায়েলের ঢাল হিসেবে কাজ করে দেশটি। প্রতি বছর ইসরায়েলকে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন বা ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।

গাজায় ভয়াবহ বোমা হামলা এবং স্থল অভিযান ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। এমনকি খোদ বাইডেন প্রশাসনের অনেক কর্মকর্তা ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের দাবি করেছেন। এত কিছুর পরও পাঁচ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে নতুন করে সামরিক সহায়তার অনুমোদন দিল ওয়াশিংটন। এসবের মধ্যে রয়েছে এক হাজার ৮০০টি এমকে৮৪-২০০০ পাউন্ডের বোমা এবং ৫০০টি এমকে৮২ ৫০০ পাউন্ডের বোমা।

অবশ্য গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে একতরফা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধাস্ত্র সরবরাহ করছে আমেরিকা। বাইডেনের প্রশাসনের এমন একতরফা নীতির সমালোচনা করছেন কিছু ডেমোক্র্যাট ও আরব আমেরিকান গোষ্ঠী। ইসরায়েল ও এর সামরিক অভিযানের প্রতি মার্কিন সমর্থনের কারণে অনেক আরব আমেরিকান যে কষ্ট পাচ্ছেন তা শুক্রবার বাইডেন নিজেও স্বীকার করেছেন। এরপরও ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইসরায়েলে নতুন করে অস্ত্র হস্তান্তরের বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি। এ ছাড়া ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত, অনেককে জরিমানা

শরণার্থীদের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে জার্মান সরকার

ভোটকেন্দ্রে কালো টাকার খেলা খেলতে দেব না : জামায়াত আমির

হোয়াটসঅ্যাপে নতুন দুই সুবিধা চালু

নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না : অ্যাডভোকেট সালাম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নীপতি লতিফকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মহিলা দল নেত্রীকে মারধর, বিএনপি নেতা বহিষ্কার 

সাংবাদিক হলে এনসিপির প্রচারণায় কী করতেন, জানালেন প্রেস সচিব

এনসিপির গাড়িবহরে হামলা

ভিন্ন ছকে মাঠে নামছে পিটিআই, নির্দেশনা ইমরান খানের

১০

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, একাধিক চমক

১১

ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবি

১২

চবিতে আন্দোলনের মুখে হত্যাচেষ্টা মামলায় আসামির পদোন্নতি বোর্ড প্রত্যাহার

১৩

থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন

১৪

পাগলা মসজিদে এখন থেকে অনলাইনে করা যাবে দান

১৫

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

১৬

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন- ২০২৫

১৭

খেলার জন্য পুঁজিবাজারের মাঠ পুরোপুরি প্রস্তুত : বিএসইসি কমিশনার 

১৮

ইতালিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৭

১৯

ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের আঘাত

২০
X