বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে বাধা দিলে ভিসায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চলতি বছর বিভিন্ন কারণে কয়েক দফা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তারমধ্যে সর্বশেষ দেশ ছিল কম্বোডিয়া। সোমবার (২৪ জুলাই) প্রধান বিরোধী দল ছাড়াই আয়োজিত প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন নিয়ে এদিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। এই বছর প্রায় একই ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে নাইজেরিয়া, আফগানিস্তান এবং হাইতি।
নাইজেরিয়া
পশ্চিম আফ্রিকার দেশটিতে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নাইজেরিয়ার কয়েকজন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। তবে গত ১৬ মে যাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের পরিচয় প্রকাশ করেনি তারা।
১৫ মে এক প্রেস বিবৃতিতে ব্লিঙ্কেন বলেছিলেন, নাইজেরিয়ার ২০২৩ সালের নির্বাচনের সময় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করে যেসব ব্যক্তিরা হুমকি এবং শারীরিক সহিংসতার মাধ্যমে ভোটারদের ভয় দেখানো, ভোটের ফলাফলের হেরফের এবং নাইজেরিয়ার গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন অন্যান্য কার্যকলাপে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।
আফগানিস্তান
নারী ও মেয়েসহ সব আফগানদের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে অভিযুক্ত বর্তমান এবং প্রাক্তন তালেবান সদস্য, অ-রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সদস্য এবং অন্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, তালেবান প্রশাসন এক মাস আগে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়া এবং বেসরকারি সংস্থার সাথে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে এই পদক্ষেপের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি।
হাইতি
৫ এপ্রিল, যুক্তরাষ্ট্র হাইতির জনগণকে সমর্থন জানাতে এবং দেশটিতে চলমান অস্থিরতার প্রতিক্রিয়ায় দুর্নীতিতে জড়িত থাকার কারণে সাবেক হাইতিয়ান চেম্বার অব ডেপুটিজ প্রেসিডেন্ট গ্যারি বোডোর ওপর ভিসা বিধিনিষেধ এবং আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে। যার ফলে যুক্তরাষ্ট্রে তাদের আর্থিক সম্পদগুলো জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন