কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

এক দেশে ৩৫%, অন্যদের ২০% শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব প্রধান পণ্য আমদানি করে তার মধ্যে কাঠ অন্যতম। ছবি : সংগৃহীত
কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব প্রধান পণ্য আমদানি করে তার মধ্যে কাঠ অন্যতম। ছবি : সংগৃহীত

আবারও কড়া বাণিজ্য নীতির হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিবৃতিতে তিনি জানান, কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন তিনি। একইসঙ্গে অন্যান্য দেশ থেকেও আমদানি হওয়া পণ্যের ওপর ২০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর সম্ভাবনার কথাও বলেন তিনি।

সিএনএনের এর প্রতিবেদনের তথ্য অনুসারে, বর্তমানে ট্রাম্প বিভিন্ন দেশের নেতাদের উদ্দেশে চিঠি পাঠাচ্ছেন শুল্ক নির্ধারণের বিষয়ে। চিঠিগুলোতে জানানো হয়েছে, আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে, তাদের পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করা হবে।

সবারই শুল্ক দিতে হবে জানিয়েছেন ট্রাম্প। যেসব দেশ এখনো চিঠি পায়নি, তাদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘বাকিদের আমরা বলব, সবাইকে শুল্ক দিতে হবে। হোক তা ২০% বা ১৫%, আমরা সেটা ‍সময়মতো ঠিক করে নেব।’

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হঠাৎ হঠাৎ নেওয়া বাণিজ্যিক পদক্ষেপ ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে অস্থিরতা তৈরি করছে।

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্কের বাস্তবতা

কানাডা যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৩ সালে কানাডা যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে প্রায় ৪১৩ বিলিয়ন ডলারের পণ্য এবং আমদানি করেছে ৩৪৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য।

এই পরিস্থিতিতে কানাডার ওপর শুল্ক আরোপ করা হলে পারস্পরিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাল্টা শুল্ক আরোপ করলে আমেরিকার পণ্যও ক্ষতির মুখে পড়বে। তবে ট্রাম্প এরইমধ্যে সতর্ক করেছেন যদি কানাডা পাল্টা শুল্ক দেয়, তাহলে যুক্তরাষ্ট্র আরও বেশি হারে শুল্ক বসাব।

ট্রাম্পের পুরোনো ক্ষোভ

ট্রাম্প অতীতেও কানাডার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। ২০২৪ সালের নির্বাচনের পরপরই তিনি ঘোষণা দেন, কানাডা ও মেক্সিকোর সব পণ্যের ওপর ২৫% শুল্ক বসানো হবে যতদিন না ফেন্টানিল ও অবৈধ অভিবাসী প্রবাহ বন্ধ হবে।

যদিও যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতাভুক্ত পণ্যগুলোকে শুল্কমুক্ত রাখা হয়, তবুও কানাডার কাঠ ও দুগ্ধপণ্য নিয়ে ট্রাম্প বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি জানান, কানাডা মার্কিন দুগ্ধপণ্যের ওপর প্রায় ২৫০% শুল্ক আরোপ করে, যা সম্পূর্ণ অন্যায়।

এ ছাড়াও সম্প্রতি ডিজিটাল পরিষেবা কর নিয়েও ক্ষুব্ধ হন ট্রাম্প। এটি মূলত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর প্রভাব ফেলছিল। পরে কানাডা সেই কর স্থগিত করে, যাতে বাণিজ্য আলোচনা অব্যাহত রাখা যায়।

ট্রাম্পের চিঠিতে ‘ফেন্টানিল’ প্রসঙ্গ

কানাডায় পাঠানো চিঠিতে ট্রাম্প এবারও ফেন্টানিল সমস্যার উল্লেখ করে বলেন, ‘যদি কানাডা ফেন্টানিল প্রবাহ বন্ধে আমার সঙ্গে কাজ করে, তাহলে এই শুল্ক হার পুনর্বিবেচনা করা যেতে পারে। শুল্ক বাড়তেও পারে, কমতেও পারে- সবই নির্ভর করছে আমাদের সম্পর্কের ওপর।’

তিনি আরও অভিযোগ করেন, কানাডা নানা রকম অশুল্ক বাধা দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে।

চিঠির শেষে ট্রাম্প লেখেন, ‘আপনি কখনোই আমেরিকার প্রতি হতাশ হবেন না।’ বিশ্ব নেতাদের উদ্দেশে পাঠানো সব চিঠিতেই তিনি এই বাক্যটি ব্যবহার করেছেন।

এই পরিস্থিতির ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার দীর্ঘস্থায়ী বাণিজ্যিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে ট্রাম্প জয়ী হলে তার বাণিজ্যনীতি শুধু কানাডা নয়, গোটা বিশ্বের জন্যই নতুন বাস্তবতা তৈরি করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরদোয়ানের বিরাট সাফল্য, কুর্দিস্থানের যোদ্ধাদের নতুন অধ্যায়ের সূচনা

একে স্কুল অ্যান্ড কলেজে ৯৪ শতাংশ পাস

জামায়াতের সঙ্গে জোট নয়, এনসিপির সঙ্গে আলোচনার সম্ভাবনা উন্মুক্ত : সালাহউদ্দিন

কর্ণফুলী ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

সাতক্ষীরায় যাবেন এনসিপি নেতারা, তড়িঘড়ি করে সড়ক সংস্কার

দুই ওভারে দুই হ্যাটট্রিক! ক্রিকেটারের অবিশ্বাস্য কীর্তি

জেসিআই বাংলাদেশের উদ্যোগে ‘জেসিআই ব্লাড বন্ড’ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

পাক অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

ক্লাস নেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা

১০

পরিত্যক্ত রেলপথ ব্যবহার করে অভিনব রাস্তা তৈরি (ভিডিও)

১১

ইসরায়েলকে বিমানঘাঁটি বানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

১২

শেরপুর সীমান্তে শিশুসহ ১০ জনকে পুশইন

১৩

নিখোঁজের ৫ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

১৪

কফি আসলেই ত্বকের উপকারে আসে, নাকি ক্ষতি করে?

১৫

জিপিএ-৫ পেল বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা

১৬

গানের মঞ্চ থেকে রুপালি পর্দায় কারিনা

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

‘সবাই বিবাহিত হওয়ায় পরীক্ষায় ফেল করেছে’

১৯

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

২০
X