ব্যক্তিগত কারণ দেখিয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পর্ষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।
মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছেন সুবর্ণ বড়ুয়া। আইসিবির মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়ায় তিনি চিঠিতে সরকারের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, কর্মকালে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। ভবিষ্যতে আইসিবি অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন সুবর্ণ বড়ুয়া।