বীর সাহাবী
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৩:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

সিসিএর মুনাফা ভোগ করতে পারবেন না স্টক ব্রোকাররা

মুনাফার ২৫ শতাংশ ক্ষতিগ্রস্তদের
সিসিএর মুনাফা ভোগ করতে পারবেন না স্টক ব্রোকাররা

সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) জমা হওয়া টাকার ওপর পাওয়া ব্যাংকের সুদ বা মুনাফা এতদিন ভোগ করতেন স্টক ব্রোকার ও ডিলাররা। তবে সেই সুযোগ আর থাকছে না। বিভিন্ন সময় এই টাকা বিনিয়োগকারীদের মাঝেও বণ্টনের দাবি উঠেছে। তবে বিনিয়োগকারীরাও সেটি সরাসরি পাবেন না। এখন থেকে সিসিএর মুনাফার ২৫ শতাংশ যাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুরক্ষা ফান্ডে। বাকি ৭৫ শতাংশ বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ শিক্ষা কর্মসূচিতে ব্যয় করতে হবে ব্রোকারদের।

সিকিউরিটিজ আইনের সংশোধনী এনে এমনটাই বিধানই চালু করতে চলেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে খসড়া। এর ওপর ‘পাবলিক ওপিনিয়ন’ বা সাধারণের মতামত চাওয়া হয়েছে, যা গ্রহণ করা হবে ১২ মে পর্যন্ত।

এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, আইনের খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাবলিক ওপিনিয়ন চাওয়া হয়েছে। যে কেউ এ বিষয়ে পরামর্শ বা আপত্তি জানাতে পারবেন ১২ মে পর্যন্ত।

সিসিএ হিসাব হলো এমন একটি ব্যাংক হিসাব, যেখানে স্টক ব্রোকার বা স্টক ডিলাররা তাদের সব গ্রাহকের টাকা একত্র করে রাখেন। অর্থাৎ গ্রাহকরা যখন পুঁজিবাজারে শেয়ার কেনার জন্য টাকা জমা দেন, কিংবা পোর্টফোলিও থেকে শেয়ার বিক্রি করেন, তখন সেই টাকা ব্যক্তিগত আলাদা কোনো অ্যাকাউন্টে না গিয়ে সিসিএতে রাখা হয়।

তথ্য বলছে, বিএসইসির নতুন প্রস্তাবে বলা হয়েছে, সম্মিলিত গ্রাহক হিসাবের ব্যাংক সুদ আর ব্রোকার বা ডিলারের আয় বলে গণ্য হবে না। ব্যাংকের চার্জ সমন্বয়ের পর নিট সুদের ২৫ শতাংশ সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের ‘ইনভেস্টরস প্রটেকশন ফান্ড’-এ জমা দিতে হবে। বাকি ৭৫ শতাংশ বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবিষয়ক শিক্ষা ও সচেতনতা কার্যক্রমে ব্যয় করতে হবে। প্রতি অর্থবছর শেষে ৩০ দিনের মধ্যে ফান্ডে টাকা জমা দিতে হবে।

সংশোধনী খসড়ার ওপর সাধারণের মতামত চেয়ে বিজ্ঞপ্তিতে বিএসইসি বলছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং বাজারে ন্যায্যতা বজায় রাখতেই এ সংশোধনী প্রস্তাব করা হয়েছে।

তবে দীর্ঘদিন থেকে সাধারণের দাবি ছিল সিসিএর মুনাফা যাতে বিনিয়োগকারীদের মাঝে বণ্টন করা হয়। বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, সিসিএর মুনাফা বিনিয়োগকারীদের মাঝে বণ্টন করা জটিল কাজ। এর জন্য আবার নতুন করে সফটওয়্যার তৈরি করতে হবে। এতে রাজি হননি ব্রোকাররা। ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘এটার কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয় না। উনারা (বিএসইসি) বলছেন, এটাকে আয় হিসেবে গণ্য না করার জন্য। এটার ওপর এআইটি (অগ্রিম আয়কর) কাটা হয়। এআইটি কাটা হলে সেটা ইনকাম হিসেবে ধরতে হবে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে আয় হলে আয় ধরব না কেন?’

সিসিএর টাকা বিনিয়োগকারীর, সেটা কেন ব্রোকাররা ভোগ করবে—এমন আলোচনা রয়েছে উল্লেখ করে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ‘এটা (বিএসইসির) মিসলিডিং ওপিনিয়ন। কেউ আইপিও আবেদন করলে টাকাটা জমা থাকে না? তখন যে সুদ পাওয়া যায়, সেটা কি আবেদনকারীকে ফেরত দেওয়া হয়? এসব (বিএসইসির) উদ্ভট কথাবার্তা।

এ বিষয়ে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন বলেন, যদি পাবলিক পারসেপশন ভালো আসে, তাহলে ভালো। ব্রোকারেজ হাউসগুলো বিভিন্নভাবে ভোগান্তির মধ্যে রয়েছে। সে জন্য তাদের অবস্থান থেকে হয়তো তারা এর বিরোধিতা করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে কোন কোন অস্ত্র ব্যবহার করেছে ভারত

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

মহাসড়কে ঝুমকার মতো ঝুলছে সোনালু ফুল

পলাতক, পদত্যাগ, বরখাস্ত ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য তলব

পাকিস্তানে হামলাকে ‘অপারেশন সিঁদুর’ বলছে কেন ভারত?

পাকিস্তানের পাশে দাঁড়াল শক্তিশালী এক মুসলিম দেশ

পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন

পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

পাকিস্তান সেনাদের হামলায় তিন ভারতীয় নিহত

পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এয়ার ইমার্জেন্সি জারি

১০

১৯৭১ সালের পর প্রথমবার এমন হামলা চালিয়েছে ভারত

১১

এক রাতে ৩ রাফায়েল খোয়াল ভারত

১২

ভারতের সঙ্গে ‘যুদ্ধ ঘোষণা’ শেহবাজ শরিফের

১৩

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

১৪

০৭ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত

১৬

পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

১৭

পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টাকে ফোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

১৮

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৯

০৭ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X