বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

শির সঙ্গে কি বৈঠক করতে যাচ্ছেন ট্রাম্প

বাণিজ্য বিরোধ
শির সঙ্গে কি বৈঠক করতে যাচ্ছেন ট্রাম্প

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে আগামী মাসে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে তিনি সম্ভবত নীরবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন।

এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক হতে পারে ট্রাম্পের। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সংবাদমাধ্যমটি বলছে, আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় এপেক বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনের সময় ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক হতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে গিয়ংজু শহরে অনুষ্ঠেয় এ বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ও তার উপদেষ্টারা।

কর্মকর্তারা জানান, এপেক বৈঠকের ফাঁকে শি জিনপিং-ট্রাম্পের দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা হয়নি। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় এ সম্মেলনকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত মাসে এক ফোনালাপে ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান শি জিনপিং। পাল্টা আমন্ত্রণ জানান ট্রাম্পও, তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা চলছে এবং সেখানে অর্থনৈতিক সহযোগিতাই হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতাও আলোচনায় আসবে বলে জানান তিনি।

কর্মকর্তারা আরও জানান, সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ নিশ্চিত করা, এটি ট্রাম্পের সাম্প্রতিক বৈদেশিক সফরগুলোর অন্যতম প্রধান লক্ষ্য।

এদিকে এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হতে পারে, যদিও কিম বৈঠকে যোগ দেবেন কি না, তা অনিশ্চিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাকে এপেক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান এবং জানান, বৈঠকটি কিমের সঙ্গে আলোচনার সুযোগও তৈরি করতে পারে। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী। তিনি বলেন, ‘আমি সেটা করব। কিম আমার সঙ্গে দেখা করতে চায়। আমরাও তাকে দেখার অপেক্ষায় আছি এবং সম্পর্ক আরও ভালো করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ মিলল খালে

পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি ও শ্মশানঘাট

ইকুয়েডর ম্যাচে আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তন!

ফোন-ল্যাপটপের হ্যাকিং থেকে নিরাপদ থাকুন

বিএনপির হাত ধরেই সব ইতিবাচক পরিবর্তন এসেছে : মির্জা ফখরুল

বদরুদ্দীন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরির সুযোগ

ডাকসু নির্বাচনের দিন চলবে শাটল সার্ভিস

আপনার আঙুলে ঝলমলে আংটি ফিলিস্তিনি নিধনের অর্থ জোগাচ্ছে না তো?

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেপ্তার 

১০

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

১১

ভিপিপ্রার্থী আবিদের আইডি ডিজেবল

১২

আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে : হামিম

১৩

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান মারা গেছেন

১৪

আমি সুস্থ, আলহামদুলিল্লাহ : আরশ খান

১৫

অপকর্মকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ নীরবের

১৬

ক্রিকেটার মুশফিকের সাগরে নিখোঁজ হওয়া ভাতিজার মরদেহ উদ্ধার

১৭

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

১৮

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ঐতিহাসিক সিরিজের সূচি প্রকাশ

১৯

ভারতে বাংলাদেশিদসহ ১৪ ‘ভণ্ড বাবাকে’ গ্রেপ্তার

২০
X