সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নিয়ে বিপিএর জরিপ, কার জনপ্রিয়তা কত?

ডাকসুতে ভিপি পদের প্রার্থীরা। ছবি : সংগৃহীত
ডাকসুতে ভিপি পদের প্রার্থীরা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আরেকটি জরিপ প্রকাশ করা হয়েছে। এতে কার কত শতাংশ জনপ্রিয়তা রয়েছে তা তুলে ধরা হয়েছে।

রোববার (০৭ সেপ্টেম্বর) এ জরিপ প্রকাশ করা হয়েছে। এবার ভিপি পদে প্রার্থীদের মধ্যে জরিপ চালানো হয়েছে।

জরিপটি পরিচালনা করেছে ‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ ও ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’। এতে শীর্ষ চার পদে উঠে এসেছেন আব্দুল কাদির, আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও মো. আবু সাদিক। ২৪০ জন ভোটার এ জরিপে অংশ নিয়েছেন।

জরিপে বলা হয়েছে, দৈবচয়ন পদ্ধতিতে এটি পরিচালনা করা হয়েছে। এতে ১৮০ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী অংশ নিয়েছেন। তাদের ভোটের ভিত্তিতে ভিপি পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলে প্রার্থী আবিদুল েইসলাম খান। তার জনপ্রিয়তা রয়েছে ৪৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আব্দুল কাদের। তার জনপ্রিয়তা ১৮ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। তার জনপ্রিয়তা রয়েছে ১২ শতাংশ। এরপর রয়েছে আবু সাদিক কায়েম। তার জনপ্রিয়তা ৯ শতাংশ।

জরিপে অন্যান্য প্রার্থীদের সমর্থন দিয়েছেন ১১ শতাংশ ভোটার। এছাড়া চার শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন রয়েছেন।

এদিকে দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু)। এবারের ডাকসু নির্বাচনে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে আজ রোববার (০৭ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন। শেষে দিনকে ঘিরে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের প্রার্থীরা।

এ সময় তাদের ভিসি চত্বর, মল চত্বর, কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করতে দেখা যায়। শেষ দিনেও প্রচারণায় চালাবে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রার্থীদের দাবির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে বুথ সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুথ সংখ্যা বাড়িয়ে ৭০০ থেকে ৮১০ করা হয়েছে।

এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে আগামী ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডিধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের যেসব সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নয় কিন্তু ক্যাম্পাসের ভেতরে থাকেন, তাদের জরুরি প্রয়োজনে আসা-যাওয়া এ জন্য প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

প্রবেশাধিকার সংরক্ষিত থাকার সময়টাতে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্যকোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বৈধ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও এ সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। ক্ষমতার পালাবদলের পর এবারের নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে একটা আমেজ লক্ষ করা যাচ্ছে। প্রার্থীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগ্রহণ উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল 

ব্যাংকিং সমস্যার কারণে বন্ধ ৪০০ কারখানার উৎপাদন

জাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের ৯ দফা ইশতেহার

নিহত দুই মালয়েশিয়া প্রবাসীর দাফন সম্পন্ন

বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প

লাশবাহী অ্যাম্বুলেন্স পড়ে গেল খালে

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে : চরমোনাই পীর

পুত্রশোক সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

সিলেটে ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

১০

প্রবাসী খুনের ঘটনায় পুলিশ হেফাজতে দুই নারী-পুরুষ

১১

সংস্কারের এক বছরেই ভেঙে গেছে সড়ক

১২

রাকসু নির্বাচনে ৯২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৩

হবিগঞ্জে কূপে গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

১৪

বাড়ি ছাড়ার কারণ জানালেন ক্রিকেটার নাসুমের বাবা

১৫

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক নিখোঁজ

১৬

জাপানের কাছে ভরাডুবির পর পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ

১৭

চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?

১৮

জাপার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

১৯

অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, হাজার জনের বিরুদ্ধে মামলা

২০
X