ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত শিশু আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও জোছনা আক্তারের সন্তান। সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিশু আব্দুল্লাহ নিখোঁজ হয়। পরে স্বজনরা মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে বাড়ির পাশের খালে ভেসে উঠতে দেখা যায় তার মরদেহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কায়েমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, রোববার বিকেলে হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করা হলেও আব্দুল্লাহকে পাওয়া যায়নি। সোমবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের কালবেলাকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন