

শিশুতোষ গল্পের জন্য বিশেষ পুরস্কার চালু করতে যাচ্ছে দ্য বুকার প্রাইজ ফাউন্ডেশন। নতুন এ পুরস্কারের নাম রাখা হয়েছে ‘দ্য চিলড্রেনস বুকার প্রাইজ’। গত শুক্রবার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
এতদিন শুধু ইংরেজি ও অনুবাদ সাহিত্যে বুকার পুরস্কার দেওয়া হতো। এবার প্রথমবারের মতো শিশুদের সাহিত্যকর্মকেও মর্যাদা দিতে নতুন এ পুরস্কার চালু করছে ফাউন্ডেশন। আরও অভিনব বিষয় হলো—দ্য চিলড্রেনস বুকার প্রাইজের বিচারক প্যানেলে শিশুরাও থাকবে। তারা নিজেরাই বাছাই করবে ৮ থেকে ১২ বছর বয়সী পাঠকদের জন্য লেখা সেরা গল্পের বই।
২০২৭ সালের প্রথম পুরস্কারের বিচারক প্যানেলে নেতৃত্ব দেবেন যুক্তরাজ্যের শিশুসাহিত্য দূত ও জনপ্রিয় শিশুতোষ লেখক ফ্র্যাঙ্ক কটরেল-বয়েস। তিনি শিশুদের জন্য লেখেন ও যুক্তরাজ্যের শিশুসাহিত্য দূতের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে থাকবেন আরও দুই প্রাপ্তবয়স্ক বিচারক।
মন্তব্য করুন