শ্রীলঙ্কাকে উপহার দেওয়া একটি হাতি ফেরত নিয়েছে থাইল্যান্ড। হাতিটি একটি বৌদ্ধমন্দিরে নির্যাতনের শিকার হওয়ায় থাই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। যদিও এ ঘটনায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী থাই রাজার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। বিবিসি জানায়, গত রোববার মথু রাজা নামের ২৯ বছর বয়সী ওই হাতিটি একটি বাণিজ্যিক ফ্লাইটে ফেরত নেওয়া হয়। থাইল্যান্ডে আনার পর মথুর সামনের বাম পায়ে আঘাতের চিকিৎসা দেওয়া হচ্ছে। ২০০১ সালে চার হাজার কেজি ওজনের হাতিটি বিশেষভাবে নির্মিত ইস্পাতের খাঁচায় করে শ্রীলঙ্কায় পাঠানো হয়। এরপর এটিকে দেশটির দক্ষিণে একটি মন্দিরের তত্ত্বাবধানে রাখা হয়।
মন্তব্য করুন