টি এইচ মাহির
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ
পৃথিবীর পথে

শিকারি পাখি থেকে শিল্পী

শিকারি পাখি থেকে শিল্পী

একটা পাখি ডানায় আঘাত পেলে কী করতে পারে? হয়তো সঙ্গীসাথিরা তাকে বাড়িতে নিয়ে যাবে কিংবা পাখি উদ্ধারকারীরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু আমেরিকায় ফেরিসবার্গ নামের এক জাতের কেস্ট্রেল চিল ডানা ভাঙার পর রীতিমতো শিল্পী বনে গেছে। পা দিয়ে ক্যানভাসে আঁকাআঁকি করে ‘শিল্পী’ হিসেবে খ্যাতিও পেয়েছে।

ফেরিসবার্গ আজ থেকে পাঁচ বছর আগে উড়তে গিয়ে ডানায় আঘাত পেয়ে এক ব্যক্তির মাথায় পড়ে। ওই ব্যক্তি চিলটিকে স্থানীয় বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন। পাখিটি ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তাই পুনর্বাসনকারী প্রতিষ্ঠান তাকে বনে ছেড়ে দেওয়ার পরিবর্তে একটি বন্যপ্রাণীদের প্রশিক্ষণ কেন্দ্রে রাখেন। যেখানে মানুষদের মূলত বন্যপ্রাণীদের বাস্তুতন্ত্র এবং তাদের সুরক্ষার বিভিন্ন দিক শেখানো হয়। তাই ভারমন্ট ইনস্টিটিউট অব ন্যাচারাল সায়েন্সে (ভিআইএনএস) স্থান দেওয়া হয় পাখিটিকে।

পাখিটি যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গার নাম অনুসারে তার নামকরণ করা হয়। ছোট ঘুঘুর আকৃতির লালচে-বাদামি পিঠ ও লেজ, নীল-ধূসর মাথা এবং ফ্যাকাশে পেট কালো দাগযুক্ত উত্তর আমেরিকার সবচেয়ে ছোট ও সবচেয়ে রঙিন ফ্যালকন প্রজাতির পাখি এই কেস্ট্রেল চিল। মাথার পেছনে চোখের মতো দুটি কালো দাগ থাকে, যা শিকারির হাত থেকে এদের বাঁচতে সাহায্য করে।

ভিআইএনএসে আসার পর সেখানকার কর্মীরা ধারণা করেন, ফেরিসবার্গ ছোট থেকেই মানুষের সঙ্গ পেয়ে বড় হয়েছে। তাই সে মানুষ দেখে ভয় পায় না ও বন্ধুর মতোই আচরণ দেখাতে থাকে।

ভিআইএনএসের পরিবেশবিদ ম্যালেরি মুরাটোরি ও লেক্সি স্মিথ খেয়াল করেন, আহত ফেরিসবার্গের ক্যানভাস আর রঙের প্রতি দুর্বলতা আছে। ম্যালেরি মুরাটোরি অবশ্য এর আগেও পাখিদের ক্যানভাসে আঁকা শিখিয়েছেন। তাই অন্যান্য শিল্পী পাখিদের মতো ফেরিসবার্গের আশপাশে কিছু রং ও কাগজ রেখে দিতে শুরু করেন তিনি। পায়ের নখে রঙের আঁচড়ে ক্যানভাসে আঁকিবুঁকি করে সে। আর এমনটা করলেই তাকে খেতে দেওয়া হয় সুস্বাদু পোকা। এভাবে ফেরিসবার্গ বুঝে গেল ছবি এঁকেই তাকে বাকি জীবন খেয়েপরে বাঁচতে হবে। এরই মধ্যে ফেরিসবার্গের শিল্পকর্ম অনেক হয়েছে। এখন বেশ আরামেই কাটছে তার দিন।

ভিআইএনএসে আহত বন্যপ্রাণীদের বিভিন্ন কাজ শেখানো হয়। পাখিগুলোর স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন ব্যায়ামও করতে দেওয়া হয়। যেমন উড়ে যাওয়া, লাফানো এবং বিভিন্ন খেলা দেখানো। ফেরিসবার্গের হাড় ভাঙার কারণে এখন ছবি আঁকাই তার সারা দিনের কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছে সাই পল্লবী!

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

জামায়াত নেতা নিহতের ঘটনায় চরমোনাই পীরের প্রতিক্রিয়া

১০

জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

১১

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১২

শিক্ষিত বেকারদের দুর্দশা নিয়ে যা বললেন অর্ষা

১৩

আগের সব ইতিহাস ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ

১৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৫

আরও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

১৬

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

১৭

ধ্বংসস্তূপ থেকে যেভাবে শনাক্ত করা হয় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর মরদেহ

১৮

জামায়াত আমিরের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

১৯

নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপিকর্মীর মৃত্যু

২০
X