ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (ডেজা) ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকৌশলী রুহুল আলমকে সভাপতি এবং প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর রমনায় ডুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ডেজার সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম জহির।
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে গঠিত সংগঠনটি বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ডুয়েটের কল্যাণে নানামুখী কাজ করে আসছে।
পূর্ণাঙ্গ কমিটিতে ১৯ জনকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন- প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুইয়া, প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, প্রকৌশলী মোস্তফা কামাল পিইঞ্জ, প্রকৌশলী মনিরুজ্জামান নয়ন, প্রকৌশলী সাজ্জাদ হোসেন মিলন, প্রকৌশলী সাইদুর রহমান, প্রকৌশলী আব্দুল মজিদ, প্রকৌশলী ইসমাইল হোসেন বিদ্যুৎ, প্রকৌশলী আক্তারুজ্জামান কুরবান, প্রকৌশলী আইনুল কবির, প্রকৌশলী বিজু বড়ুয়া, প্রকৌশলী সৈয়দ গোলাম কাদের, প্রকৌশলী মোজাম্মেল হক লাক, প্রকৌশলী নুরুল কবির সবুজ, প্রকৌশলী হারুন আল রশিদ, প্রকৌশলী এম এ কাদের ও প্রকৌশলী মুন্নুর আহমেদ।
কমিটিতে ১৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। তারা হলেন- প্রকৌশলী আবু সাঈদ বাদশা, প্রকৌশলী শাহিন হাওলাদার, প্রকৌশলী মনিরুজ্জামান সোহাগ, প্রকৌশলী মোহাম্মাদ মাঈন উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন শামীম, প্রকৌশলী সাইফুর রহমান বিপ্লব, প্রকৌশলী ইহসানুল হক শামীম, প্রকৌশলী মো. জাহাঙ্গির আলম (চট্টগ্রাম), প্রকৌশলী আইনুল হক জেমস, প্রকৌশলী এইচ এম মইনুল ইসলাম, প্রকৌশলী আক্তার হোসেন, প্রকৌশলী শরীফ আহমেদ শুভ্র, প্রকৌশলী ইকবাল আব্দুল্লাহ, প্রকৌশলী এনামুল কবির সোহাগ, প্রকৌশলী জি এম আশরাফুল ইসলাম সুমন, প্রকৌশলী গোলাম মাওলা ও প্রকৌশলী কামরুল হাসান খান সাইফুল।
কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন- সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মহব্বত হোসেন, অর্থ সম্পাদক প্রকৌশলী আশরাফুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব লাভলু, প্রচার সম্পাদক প্রকৌশলী আহসান তারেক প্রমুখ। কমিটিতে ৮৬ জনকে সদস্য করা হয়েছে।
এ ছাড়া ১০ জনের একটা উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন- প্রকৌশলী আব্দুর রব খান, প্রকৌশলী মো. আব্দুস সালাম খান, প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আলী আকবর, প্রকৌশলী মকবুল আহমেদ মুকুল, প্রকৌশলী নুরুল ইসলাম নুরু, প্রকৌশলী এ এস এম মঈন, প্রকৌশলী শেখ আবু রেজা, প্রকৌশলী রেজাউল করিম রেজা পিইঞ্জ ও প্রকৌশলী গোলাম মোস্তফা।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ডেজার সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত ডেজা’র পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের কল্যাণে পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রেখে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন