আলী ইব্রাহিম
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

৫ শিল্প মালিকের কর নথি অনুসন্ধানে এনবিআর

আর্থিক কেলেঙ্কারি
৫ শিল্প মালিকের কর নথি অনুসন্ধানে এনবিআর

আর্থিক খাতে বড় কেলেঙ্কারি করেও যারা দীর্ঘদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে, সেই শিল্পমালিকদের কর ফাইল অনুসন্ধানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এস আলম গ্রুপের সাইফুল আলম, বেক্সিমকোর সালমান এফ রহমান, সামিটের আজিজ খান, নাসার নজরুল ইসলাম মজুমদারসহ পাঁচ শিল্পমালিকের আয়কর সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান শুরু হচ্ছে।

এনবিআর সূত্র জানায়, আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের আয়কর ফাইলে অনিয়মের বিষয়ে তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। ব্যাংক লেনদেনের তথ্য, কর নথিতে দেখানো সম্পদের পাশাপাশি বেনামি সম্পদও খোঁজা হবে। এর আগে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে কর অঞ্চল-১৫। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত বিষয়ে এস আলমকে সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়েও তদন্ত হবে বলেও নিশ্চিত করেছে সূত্র। এ ছাড়া এনবিআরের এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। আওয়ামী সরকারের আমলে দেশের আর্থিক খাতের অলিখিত নিয়ন্ত্রক সালমান এফ রহমান বর্তমানে জেলে আছেন। ঋণ কেলেঙ্কারি থেকে শুরু করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। এবার তার নামে-বেনামে থাকা সম্পদের তথ্য অনুসন্ধান করবে এনবিআর। এ ছাড়া আয়কর ফাইলে তার দেওয়া তথ্য নিয়েও অনুসন্ধান হবে।

তবে এ বিষয়ে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্ট সেলের (সিআইসি) মহাপরিচালক খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, শিল্প গ্রুপের মালিকদের আয়কর সংক্রান্ত বিষয়ে এখনো আমরা কাজ শুরু করিনি। নির্দেশনা পেলে কাজ শুরু করব।

সূত্র আরও জানায়, এনবিআরের অনুসন্ধানের আওতায় আসছেন সিঙ্গাপুরের শীর্ষ ধনী সামিটের আজিজ খান। তার আয়কর নথি, ব্যাংক লেনদেনের তথ্যসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখবে এনবিআরের গোয়েন্দা ইউনিট। এ ছাড়া অনুসন্ধানের আওতায় আসছে নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের কর ফাইল। তিনি কীভাবে সম্পদ অর্জন করেছেন বা কী পরিমাণে সম্পদ কর ফাইলে দেখিয়েছেন, সেসব বিষয় যাচাই-বাছাই করে দেখা হবে। আরেকজন শিল্পপতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এনবিআর কর্মকর্তারা জানান, এসব গ্রুপের মালিকদের সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে। রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এসব গ্রুপ ও মালিকদের বিরুদ্ধে গত এক দশকে শক্ত অবস্থান নেয়নি এনবিআর। গ্রুপগুলোর কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগে ছোট ছোট মামলা হলেও কখনো পূর্ণাঙ্গ তদন্ত করা সম্ভব হয়নি। বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবনের কারণে দেশজুড়ে পরিচিত এসব গ্রুপের কর্ণধাররা। কিন্তু তাদের অনেকেই কখনো সেরা করদাতার তালিকায় জায়গা পাননি। এসব গ্রুপের উদ্যোক্তারা আত্মগোপন কিংবা পলাতক থাকলেও তদন্তে প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন আয়কর কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী ব্যাটার এবার বিপিএলে

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

৮ হাজার ১০০ কোটির টুর্নামেন্টের লড়াই শুরু

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : টুকু

৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার

১০

বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

১১

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কেড়েছে জেএমজি ফার্নিচার

১২

তারেক রহমানের সহধর্মিণীকে ছবি দেখাচ্ছেন জুলাই শহীদের মা 

১৩

ফের বিশ্ব মঞ্চে ফিরছে বিটিএস

১৪

ছাত্রদলের নির্বাচন অফিস ঘেরাও নিয়ে শিবির সেক্রেটারির স্ট্যাটাস

১৫

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে এখনই

১৬

ইসির কাঠগড়ায় দ্বৈত নাগরিকত্ব

১৭

আর্টেমিস-২ মিশন / ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা

১৮

পাম্পে শ্রমিক হত্যার অভিযোগ, ‘সুজন যুবদলের কেউ নয়’

১৯

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

২০
X