কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ মে ২০২৫, ০৭:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

ভোট ডিসেম্বরে না হলে বিএনপির জন্য সরকারের পাশে থাকা কঠিন হবে

জরুরি সংবাদ সম্মেলন
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই জরুরি সংবাদ সম্মেলন হয়। এতে দেশের সার্বিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার ‘বিতর্কিত’ কার্যক্রম, সংসদ নির্বাচনের রোডম্যাপ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক, সাংবিধানিক ও মানবাধিকারসহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশিগগির একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধকল্পে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে নির্বাচনের পূর্ব সময় পর্যন্ত সরকার ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে—এটাই সবার প্রত্যাশা।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ছোট করার কথা তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা এই সরকারের প্রধান কাজ, তাই মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক (দৈনন্দিন কার্যক্রম) পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়। সরকারের কিছু উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে চলেছে। তাই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেওয়া প্রয়োজন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (খলিলুর রহমান) বুধবারের বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করে বিএনপি। খন্দকার মোশাররফ বলেন, সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি দিতে হবে। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতোপূর্বে অনেকবার উত্থাপন করেছি।

তিনি বলেন, ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার কথা ছিল। কিন্তু লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। অস্থায়ী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে।

মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কি না, সেটা বিবেচনায় নেওয়া দরকার। এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অস্থায়ী সরকারের আছে বলে এদেশের জনগণ মনে করে না। দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শুধু জনগণের দ্বারা নির্বাচিত সরকারই এর সিদ্ধান্ত নিতে পারে।

খন্দকার মোশাররফ বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটি একসঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। তিনি বলেন, আমাদের সবার মতামত নিয়ে সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠন করেছে। এখন আমরা মনে করি বিভ্রান্তি সৃষ্টি করা, জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই পুনর্গঠনের কথা বলা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে রং মিস্ত্রি শাহীন হত্যা, মূলহোতা মেহেদী গ্রেপ্তার

যে পাঁচ কারণে আরব আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশ

কোহলি-রোহিতকে নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর

যে ২৪ রাজনীতিবিদ সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 

জহ্নবী কাপুরের প্রশংসায় পরিচালক

ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও

শ্যাম্পু ছাড়া গোসল করে না ১৫ মণের সুলতান

নাগরিকত্ব নিয়ে ইতালির দুঃসংবাদ

বিএমডিএ চেয়ারম্যান ড. আসাদুজ্জামান মারা গেছেন

ইসরায়েলের দয়া চাইলেন ডব্লিউএইচও প্রধান

১০

এবার প্রাকৃতিক নির্মমতার কবলে কাশ্মীর

১১

‘জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে’

১২

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা

১৩

ফিফা আরব কাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা

১৪

শহীদ আরমান মোল্লার পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

১৬

বালিতে বনি-কৌশানীর একান্ত যাপন

১৭

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৮

আমি গুরুতর অসুস্থতায় ভুগছি: নুসরাত ফারিয়া

১৯

রবি-আরতির বিচ্ছেদে বিপাকে কেনিশা

২০
X