মধ্যপ্রাচ্যের ফুটবল আসরে বাজতে যাচ্ছে টাকার ঝনঝনানি। কাতারে অনুষ্ঠিতব্য ২০২৫ ফিফা আরব কাপে ঘোষণা করা হয়েছে রেকর্ড পরিমাণ পুরস্কার মূল্য—যার মোট অঙ্ক ৩৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৪২০ কোটি টাকা ।
১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর, আবারও কাতারের মাটিতে বসছে আরব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। কাতার ইতোমধ্যে ২০২১ সালের আসর আয়োজন করে প্রশংসা কুড়িয়েছিল। এবারও তারা প্রস্তুত একটি আন্তর্জাতিক মানের ফুটবল উৎসব উপহার দিতে।
এই পুরস্কার মূল্য কেবল আরব কাপের ইতিহাসেই নয়, আঞ্চলিক টুর্নামেন্টগুলোর মধ্যেও সর্বোচ্চ। এমন ঘোষণায় ফুটবল বিশ্বের চোখ আবারও কাতারের দিকে। আয়োজক কমিটির চেয়ারম্যান এবং কাতারের ক্রীড়া ও যুবমন্ত্রী শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানি বলেন, ‘এই ঘোষণা আরব কাপে নতুন প্রাণ যোগ করবে। আমরা যেভাবে এই টুর্নামেন্ট ফিরিয়ে এনেছি, সেটাই এখন নতুন মাত্রা পাচ্ছে।’
কাতার যে কেবল বিশ্বকাপ ২০২২ আয়োজন করেই থেমে থাকেনি, সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে একের পর এক আন্তর্জাতিক আয়োজন থেকে।
এবং আসছে পাঁচটি ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও কাতারেই।
২৫ মে দোহায় অনুষ্ঠিত হবে আরব কাপের ড্র। জানা যাবে, কোন দল কার গ্রুপে পড়বে, শুরু হবে ভবিষ্যতের হিসাব-নিকাশ।
বিশ্বকাপের উত্তরাধিকার ধরে রাখতে কাতার যেন পরিণত হয়েছে এক ফুটবল কেন্দ্রবিন্দুতে। এবার আরব কাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং তা হয়ে উঠছে অর্থ, ঐতিহ্য ও আধিপত্যের প্রতীক।
মন্তব্য করুন