আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আমি যেন আল্লাহর রাসুল (সা.)কে নবীদের মধ্যে কোনো এক নবীর ঘটনা বর্ণনা করতে দেখছি; যাকে তার স্বজাতি প্রহার করে রক্তাক্ত করেছে। আর তিনি নিজ চেহারা থেকে রক্ত পরিষ্কার করছেন আর বলছেন, হে আল্লাহ! তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও। কেননা, তারা জ্ঞানহীন।’ (সহিহ বোখারি, হাদিস: ৬৯২৯)
শিক্ষা
১. ধৈর্যধারণ নবী-রাসুলদের সাধারণ বৈশিষ্ট্য। সব নবীই জীবনে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
২. উম্মতের পক্ষ থেকে কষ্ট পেলেও নবী-রাসুলরা তাদের হেদায়েতের দোয়া করতেন।
৩. মানুষের অত্যাচার তাদের কখনো দ্বীনি দায়িত্ব পালন থেকে পিছপা করতে পারেনি।
৪. উল্লিখিত ঘটনা নবীজি (সা.)-এর সঙ্গে ঘটেছিল। উহুদ যুদ্ধের সময় তিনি নিজের চেহারার রক্ত মুছতে মুছতে আল্লাহর কাছে উম্মতের জন্য ক্ষমা চান।
৫. নবীর উত্তরসূরি আলেমদের দায়িত্ব হলো সাধারণ মানুষ ভুল করলে তাদের জন্য ক্ষমা ও হেদায়েতের দোয়া করা।
মন্তব্য করুন