পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানে ডাক পেলেন পটুয়াখালী বিএনপির ৪ নেতা

পটুয়াখালী-১ আসনের জন্য গুলশান কার্যালয়ে ডাক পাওয়া ৪ নেতা। ছবি : সংগৃহীত
পটুয়াখালী-১ আসনের জন্য গুলশান কার্যালয়ে ডাক পাওয়া ৪ নেতা। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৪ নেতা দলীয় গুলশান কার্যালয়ে ডাক পেয়েছেন। তারা সবাই আলাদা আলাদাভাবে তাদের বক্তব্য তুলে ধরেছেন।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে গুলশান বিএনপির কার্যালয়ে মনোনয়ন বাছাই কমিটির সামনে সশরীরে উপস্থিত হন তারা।

গুলশান কার্যালয়ে ডাক পাওয়া ওই ৪ নেতা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন ও জেলা বিএনপি সদস্য, সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগীয় প্রাথমিক মনোনয়ন যাচাই-বাছাইয়ের তিন সদস্য বিশিষ্ট কমিটিতে উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।

এ সময় কমিটির সদস্যরা পটুয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটনকে প্রশ্ন করেছিলেন, কেন আপনি মনোনয়ন চান? এর উত্তরে মজিবুর রহমান টোটন তাদেরকে জানান, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, তৃণমূল নেতাকর্মীদের একত্রীকরণ, বিগত ২০ বছর ধরে কয়েক হাজার নেতাকর্মীর মিথ্যা মামলা নিয়ে বিগত সরকারের সঙ্গে মোকাবিলা করা, তাদের জামিনসহ মামলা থেকে অব্যাহতিসহ সাধারণ মানুষের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া ছিল আমার প্রতিদিনের কাজ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমি নিজেও একাধিক মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছি, হামলার শিকার হয়েছি, বাসাবাড়িতে হামলার শিকার হয়েছে আমার গোটা পরিবার। এতকিছুর পরেও এক মুহূর্তের জন্য আমি দলীয় নেতাকর্মীদের একা রেখে এই শহর ছেড়ে যায়নি।

তিনি আরও বলেন, বিএনপির ইতিহাসে স্মরণকালের নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে সম্পূর্ণ গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলে দলীয় নেতাকর্মীরা আমাকে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে বিজয়ী করেছে-যেটি ছিল বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম এবং স্মরণীয়। এমনকি সেই ভোটের ব্যালটপেপার গণনার প্রক্রিয়াটি সরাসরি মিডিয়ায় প্রকাশ হয়েছিল। যেটি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। সেটি আমরা আমাদের কাউন্সিলেও প্রকাশ করলাম।

মজিবুর রহমান টোটন বলেন, এসবের পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে পটুয়াখালী, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছি। গরিব অসহায় মানুষের পাশে ছুটে গেছি। সাহায্য সহযোগিতা করেছি। আমার বিশ্বাস আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গোসলে নেমে প্রাণ গেল ৩ বোনের

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ

ইশরাকের সঙ্গে বাগদান নিয়ে হবু স্ত্রীর স্ট্যাটাস

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

১০

মক্কা থেকে যা বললেন ফারহান

১১

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

১২

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, ৭ সদস্য নিহত

১৩

ধামরাই ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবার গঠন

১৪

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু

১৫

কোন জেলার জামাই হচ্ছেন ইশরাক

১৬

জামায়াত ক্ষমতায় গেলে ‘ওয়ান-টু-তে’ সব সমস্যার সমাধান হবে : গোলাম পরোয়ার

১৭

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

১৮

খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

১৯

দিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ

২০
X